দৈনন্দিন জীবনে অবহেলিত সুন্নাহ : আবরণ প্রকাশন
আমরা কি বাচ্চাদেরকে সালাম দিই?.
বাচ্চাদেরকে সালাম? এ আবার কেমন কথা? বাচ্চারা না বড়দেরকে সালাম দেবে। বড়রা কেন বাচ্চাদের সালাম দেবে? সালাম নিয়ে অনেকটা এরকমই আমাদের আন্ডারস্ট্যান্ডিং। অথচ সুন্নাহ হলো বাচ্চাদের সালাম দেওয়া। সালাম দেওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করা। এক্ষেত্রে কাকে দিচ্ছি সেটা না দেখা। কিন্তু আমরা করি উল্টোটা।
“দৈনন্দিন জীবনে অবহেলিত সুন্নাহ” বইয়ে এই বিষয়ে সুন্দর একটি আলাপ আছে, আসুন পড়ে দেখি-
“শিশুদের সালাম দেওয়া বিনয়ের একটি নিদর্শন। আমরা বড়োদের সালাম দিলেও শিশুদের সালাম দিতে পারি না। শিশুদের সালাম দেওয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নাহ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিশুদের দেখলেই সালাম দিতেন। আনাস ইবনে মালিক রা. থেকে বর্ণিত যে, একবার তিনি একদল শিশুর পাশ দিয়ে অতিক্রম করা কালে তিনি তাদের সালাম করে বললেন যে, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও তা করতেন।”
এই হলো দ্বীন ইসলামের সৌন্দর্য। অথচ এতো সুন্দর একটি সুন্নাহ আজ অবহেলিত। এরকম ১১১টি অবহেলিত সুন্নাহর উল্লেখ আছে এই বইটিতে, যেগুলো জেনে আমল করা আমাদের জন্য জরুরি।