ইসরায়েল ও প্রোপাগান্ডার রাজনীতি
ইসরায়েল এমন এক ‘নিপীড়ক’, যে সফলতমভাবে নিজেকে ভুক্তভোগী হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। উড়ে-এসে-জুড়ে-বসা এক জনগোষ্ঠী প্রকৃত ভূমিপুত্রদের উচ্ছেদ করে বনে গিয়েছে ভূমির আসল মালিক। জায়নবাদের মতো চরম বর্ণবাদী এক মতবাদকে ধর্মের সমকক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করা করেছে, যার বিন্দুমাত্র সমালোচনাও ব্লাসফেমি। বৈষম্যের সকল মাত্রা অতিক্রম করা ইসরায়েল রাষ্ট্রটিকে বিশ্বে পরিচিত করেছে মধ্যপ্রাচ্যের একমাত্র গণতন্ত্র হিসেবে। তাদের সন্ত্রাসের প্রতিরোধ করা ব্যক্তিরা বিশ্বব্যাপী পরিচিতি পায় সন্ত্রাসী হিসেবে। কিন্তু, কোন জাদুবলে তারা এসব আষাঢ়ে গল্পকে চিরন্তন সত্য হিসেবে প্রতিষ্ঠা করল? উত্তর হচ্ছে ‘প্রোপাগান্ডা’। ইলান পাপে এসব আষাঢ়ে গল্পগুলোকেই মিথ (Myth) তথা পুরাকথা হিসেবে উল্লেখ করেছেন।
ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডে অবৈধ ইহুদি রাষ্ট্রপ্রতিষ্ঠাকে বিশ্বব্যাপী বৈধতা দিতে যে চিন্তাগত, ঐতিহাসিক, ভৌগোলিক ও রাজনৈতিক বয়ান উৎপাদন করা হয়েছিল, এবং যার পুরোটাই নিরেট প্রোপাগান্ডামূলক এবং জলজ্যান্ত ইতিহাসকে বিকৃত করে তৈরি—ঐতিহাসিক তথ্য-প্রমাণ ও দলিল-দস্তাবেজের আলোকে সেইসব প্রোপাগান্ডাকে সরাসরি চ্যালেঞ্জ করা হয়েছে এই বইয়ে।
বইয়ের নাম | ইসরায়েল ও প্রোপাগান্ডার রাজনীতি |
---|---|
লেখক | ইলান পাপে |
প্রকাশনী | ফাউন্টেন পাবলিকেশন্স |
সংস্করণ | প্রথম প্রকাশ, ২০২৪ |
পৃষ্ঠা সংখ্যা | 404 |
ভাষা | বাংলা |