দুচাকায় দেখতে দেশ
সুযোগ পেলেই ভারত ভ্রমণে যাওয়া আমার অন্যতম প্রিয় বিষয় ছিল। বিশেষ করে ভারতের যে-কোনো নতুন জায়গায় যাওয়ার সুযোগ পেলেই আমি সেটা লুফে নিতাম। সে মাত্র দুই দিনের জন্য হলেও। এক্ষেত্রে অফিস বা বাসা কাউকেই আমি পরোয়া করতাম না! কিন্তু একবার আমাকে অফিস থেকে ভারতে যাওয়ার ছাড়পত্র না দেয়াটা আমাকে ভীষণ হতাশ করল! এতটাই হতাশ করল যে আমি আর দীর্ঘদিন ভারতে না গিয়ে নিজের প্রিয় দুই চাকাতেই পুরো দেশ দেখব বলে মনে মনে প্রতিজ্ঞা করলাম। কারণ,আমাকে তো দেশ দেখার জন্য আর ছাড়পত্র নিতে হবে না! আর এই পুরো দেশের আনাচে-কানাচে দেখাটাই যে এখন পর্যন্ত যে-কোনো ভ্রমণের চেয়ে আমার কাছে প্রিয় হয়ে যাবে সে শুরুর আগে কল্পনাও করিনি। এভাবেই দু চাকায় দেশ দেখার অভিযানটা শুরু হয়েছিল,অফিস এবং বাসা ঠিক রেখে,এক সপ্তাহ বাদ দিয়ে দিয়ে,সবকিছু ঠিক রেখে,সময় আর সুযোগ পেলেই। যে কারণে,এক বর্ষায় শুরু করা দেশ দেখার অভিযান আরেক বসন্তে এসে শেষ হয়েছে। পুরো ৯ মাস,২৩ সপ্তাহ লেগেছে। এই দীর্ঘ সময় নিয়ে,একজন সত্যিকারের ছা-পোষা কোরানি হয়েও যে মন থেকে চাইলে,অদম্য অধ্যবসায় থাকলে নিজের জন্য সময় বের করে,নিজের স্বপ্ন পূরণ করা যায়,সেটাই এই অভিযানে প্রমাণ করতে পেরেছি। সুতরাং যারা নিজের স্বপ্ন পূরণে নানারকম প্রতিবন্ধকতার মুখে এসে পিছিয়ে যান,তাদের জন্য এই অভিযানের গল্পগুলো অনুপ্রেরণা হতে পারে!
বইয়ের নাম | দুচাকায় দেখতে দেশ |
---|---|
লেখক | সজল জাহিদ |
প্রকাশনী | নটিলাস প্রকাশনী |
সংস্করণ | |
পৃষ্ঠা সংখ্যা | |
ভাষা |