আবারও আমেরিকায়
এই মহাবিশ্ব সত্যিই এক মহা বিস্ময়। পৃথিবী তার ক্ষুদ্র অংশ মাত্র। তবুও মানুষের চোখে পৃথিবী এত বড় যে এক জীবনে গোটা পৃথিবী ঘুরে বেড়ানো সম্ভব হয় না তার। সাড়ে সাতশো কোটি মানুষের বর্ণাঢ্য পৃথিবী যে কত বিচিত্র সৌন্দর্যে সাজানো দেশে দেশে ঘুরে ঘুরে সেটাই কেবল অবাক বিস্ময়ে উপলব্ধি করি। মহান আল্লাহর কী অপরূপ সৃষ্টি এই পৃথিবী।
ছোটবেলা থেকেই ঘুরে বেড়ানোটা দারুণভাবে উপভোগ করতাম। পরিণত বয়স থেকে অদ্যাবধি কারণে অকারণে পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করেছি। দেশ কিংবা বিদেশ ভ্রমণে কত কিছু যে শেখার আছে! ভিন্ন দেশ ভিন্ন মানুষ ভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে হতে ক্রমশ সমৃদ্ধ হচ্ছি প্রতিনিয়তই। বই পড়ে যেমন অনেক কিছু শিখতে পারি তার চেয়েও বেশি শিখি মানুষ পড়ে, অন্য দেশের ইতিহাস-ঐতিহ্য আর সংস্কৃতি পড়ে। এভাবেই ভ্রমণ করতে করতে হঠাৎ মনে হলো এই অভিজ্ঞতাগুলো শুধু নিজের স্মৃতিঘরে আটকে না রেখে চারপাশের সকল পরিচিত অপরিচিত স্বজনদের সঙ্গে ভাগ করে নেই। তাই এই ভ্রমণকথাগুলো বইয়ের পাতায় পাতায় তুলে রাখলাম। এর আগেও আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য ঘুরে লিখেছিলাম ‘স্মৃতিতে আমেরিকা’। এবার আরও কয়েকটি অঙ্গরাজ্যের ভ্রমণকথা নিয়ে আপনাদের হাতে তুলে দিচ্ছি ‘আবারও আমেরিকায়’ আমি বিশ্বাস করি যারা আমেরিকায় যাননি কিংবা নতুন বেড়াতে যাবেন তাদের জন্য বইটি সহায়ক ভূমিকা পালন করবে। পরিশেষে বইটি প্রকাশ করার জন্য ঐতিহ্য’কে ধন্যবাদ। ধন্যবাদ আমার নতুন, পুরাতন ও অনাগত সকল পাঠককেও। সকলের কল্যাণ হোক।
বইয়ের নাম | আবারও আমেরিকায় |
---|---|
লেখক | দেওয়ান সালাউদ্দিন বাবু |
প্রকাশনী | ঐতিহ্য |
সংস্করণ | 1 2022 |
পৃষ্ঠা সংখ্যা | 160 |
ভাষা | বাংলা |