সুলতান সালাউদ্দিন আইয়ুবী
সুলতান সালাহউদ্দীন আইয়ুবী"বইটির ভূমিকা:
সকল প্রশংসা মহান আল্লাহর, যিনি বিশ্বজগতের প্রতিপালক। দরুদ ও সালাম রাসুলগণের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতি এবং তাঁর পরিবার-পরিজন ও সকল সঙ্গীসাথির প্রতি। যারা কিয়ামত পর্যন্ত তাঁর অনুসরণ করবে। ইহসান, ঈমান ও জিহাদের সঙ্গে তাদের প্রতিও সালাম। মহান বিজয়ী শাসক সুলতান সালাহউদ্দিন আইয়ুবী ইসলামের অবিনশ্বর মুজিযাগুলাের অন্যতম। আল্লাহ তাআলার উজ্জ্বল নিদর্শনগুলাের অন্যতম নিদর্শন। তিনি এই দাবি ও অধিকার রাখেন যে, মুসলিম সমাজের আলেম ও জ্ঞানী এবং ইসলামের মহত্ত্ব ও বীরত্ব, উচ্চাকাঙ্ক্ষা ও অহমিকা এবং মানবিক সাহসিকতার ধারক-বাহকেরা তাঁর জীবন ও কর্মরাশি নিয়ে প্রতিটি জায়গায় প্রতিটি যুগে ব্যাপৃত থাকবেন; লেখক ও গবেষকগণ তাঁর জীবনচরিত, তাঁর মর্যাদা ও বীরত্বগাথা রচনায় প্রতিযােগিতা করবেন, তাকে নিয়ে জ্ঞানকোষ তৈরি করবেন এবং এ-বিষয়ে লেখালেখি ও গবেষণায় নিবেদিতপ্রাণ হবেন। কিন্তু অত্যন্ত পরিতাপের সঙ্গে বলতে হয়, মুসলিম জাতি এবং আরবগণ এই কীর্তিমানের অধিকার আদায় করেন নি এবং তাঁর প্রতি সুবিচার করেন নি। কয়েকটি ইউরােপীয় ভাষায়, বিশেষ করে ইংরেজি ভাষায় তাঁকে নিয়ে যা-কিছু রচিত হয়েছে তা ইসলামি ভাষায় যা রচিত হয়েছে তার চেয়ে অনেকগুণ বেশি। এ বিষয়টি এখনাে এমন একজন লেখকের প্রতীক্ষায় যার রয়েছে দৃঢ় সঙ্কল্প, দীর্ঘ অধ্যবসায়ের মনােবল, সূক্ষ্মদৃষ্টি, উদারত এবং অসীম ধৈর্য।
আশা করা যায়, পাঠকবৃন্দ এতে এমন খােরাক পাবে যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নবুওতের চিরন্তনতা এবং এই উম্মাহর শ্রেষ্ঠত্ব ও ঈমানের শক্তির ব্যাপারে তাদের বিশ্বাসকে সুদৃঢ় করবে। এই পুস্তকে তাঁরা আশ্চর্যজনক ঘটনাবলির মুখােমুখি হবেন। তাঁরা এই মুসলিম নেতা—সুলতান সালাহ উদ্দিন আইয়ুবী, যিনি ঈমানি পরিমণ্ডলে লালিত-পালিত হয়েছেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর শিক্ষালয় থেকে শিক্ষা গ্রহণ করেছেন—এবং যেসকল নেতা বিধর্মীয় সংস্কৃতির দুগ্ধ পান করেছেন, উপযােগবাদ ও বস্তুবাদের দুর্গে লালিত-পালিত হয়েছেন এবং যারা রাজনৈতিক অভিলাষ ও ব্যক্তিগত উদ্দেশ্য সাধনে নেতৃত্বের ময়দানে রয়েছেন তাদের মধ্যে বড় পার্থক্যসূচক বৈশিষ্ট্য কী সেটা অনুধাবন করতে পারবেন। এই পার্থক্যসূচক বৈশষ্ট্যিই ইতিহাস ও ঐতিহ্যের মধ্যে একটি বিশাল ব্যবধান সৃষ্টি করে দিয়েছে। ইসলামি বিশ্ব তার আগুনে ঝলসে যাচ্ছে এবং তার মাশুল দিচ্ছে।
বইয়ের নাম | সুলতান সালাউদ্দিন আইয়ুবী |
---|---|
লেখক | মাওলানা সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী রহ |
প্রকাশনী | মাকতাবাতুল ইসলাম |
সংস্করণ | প্রথম প্রকাশ, ২০১৭ |
পৃষ্ঠা সংখ্যা | 96 |
ভাষা | বাংলা |