ঢাকার ইতিহাস ২য় খণ্ড
ঢাকার ইতিহাস (২য় খণ্ড) লিখিত হইল। গভর্নমেন্টের প্রকামিত ও অপ্রকাশিত বিবরণী. চিঠিপত্র ও প্রাচীন গ্রন্থ হইতে এবং জেলার সম্ভ্রান্ত ব্যক্তিগণের নিকট হইতে এই গ্রন্থের তত্ত্ব হইতে সংগৃহীত হইয়াছে। ঢাকা বিভাগের কমিশনার, ঢাকার ডিস্ট্রিক ম্যাসিস্ট্রেট , ময়মনসিংহের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহোদয়গণ যথেষ্ট সহায়তা করিয়াছেন।
মি. লেইনি আমাকে ঢাকার কালেক্টরী হইতে ঐতিহাসিক তত্ত্ব সংগ্রহের অধিকার প্রদান করিয়াছেন। তজ্জন্য আমি ইহাদের নিকট চিরকৃতজ্ঞ।
ঢাকার আদি নামটি অতি প্রাচীন। এই নামের উৎপত্তি সম্বন্ধে বিভিন্ন প্রবাদ ও গল্প প্রচলিত আছ্ । কেহ বলেন, ঢাক নাম এক প্রকার বৃক্ষ প্রচুর পরিমাণে জন্মিত বলিয়া এই স্থান ঢাক নামে পরিচিত হয়। ঢাক ক্রমে ঢাকায় পরিণত হইয়াছে।
ঢক্কা শব্দ হইতে ঢাকা শব্দের উৎপত্তি হইয়াছে। ঢাকার নাম আইন-ই-আকবরী গ্রন্থে দেখিতে পাওয়া যায়। উক্ত গ্রন্থে ঢাকাবাজু নামে যে পরগণার নাম লিখিত হইয়াছে তাহা হইতে ঢাকা শব্দের উৎপত্তি হইয়াছে। ১৬০৮ খ্রিস্টাব্দে নবাব ইসলাম খাঁ এই ঢাকাবাজুতে আসিয়া স্বীয় রাজধানী স্থাপন করেন ও পরগণা বা বাজুর নামানুসারে রাজধানীর নাম প্রদান করেন্ তদবধি এই স্থান ঢাকা নামে পরিচিত।
বইয়ের নাম | ঢাকার ইতিহাস ২য় খণ্ড |
---|---|
লেখক | যতীন্দ্রমোহন রায় |
প্রকাশনী | আকাশ |
সংস্করণ | প্রথম প্রকাশ, ২০২৩ |
পৃষ্ঠা সংখ্যা | 576 |
ভাষা | বাংলা |