সহজ হিসাববিজ্ঞান
ছাড়

ব্যবসায় শিক্ষায় পড়তে গেলেই যে বিষয়টা আবশ্যিকভাবে চলে আসে সেটা হচ্ছে হিসাববিজ্ঞান। যেহেতু ব্যবসায় চালাতে গেলে অর্থনৈতিক হিসাব-নিকাশে স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্ন থেকে যায়, তাই হিসাব বিজ্ঞানীদের ছাড়া সব ধরনের ব্যবসায়ই আসলে অচল। অন্যভাবে বলা যায় যে ব্যবসায়ের অর্থনৈতিক কার্যক্রমকে যে ভাষায় বিভিন্ন পক্ষের কাছে উপস্থাপন করা হয়, সেই ভাষাটির নাম হচ্ছে হিসাববিজ্ঞান।
মুশকিলটা হলো হিসাববিজ্ঞান যেহেতু একটা মোটা দাগের ভারী বিষয়, সবার মাথায় খুব সহজেই হিসাববিজ্ঞানের রসটা খেলা করে না। তাই অনেকেই হিসাববিজ্ঞানের ওপর দারুণ দারুণ ক্যারিয়ার গড়ার সুযোগ থাকা সত্ত্বেও হিসাববিজ্ঞান নিয়ে খুব বেশি আশাবাদী হয় না। ফলে অনেকেই শুধু পাস করার চিন্তা মাথায় নিয়ে হিসাববিজ্ঞান কোর্সটি শেষ করে কোনোমতে বেঁচে যেতে চায়।
এই বইটিতে গল্পে গল্পে সহজভাবে হিসাববিজ্ঞানের আবশ্যকীয় কিছু বিষয় তুলে ধরা হয়েছে। যেসব ছাত্রছাত্রী হিসাববিজ্ঞান নিয়ে কষ্টে আছে, তাদের ভেতর এ বিষয়ে আগ্রহ তৈরি করার জন্যই এই বইটি লেখা হয়েছে। আগ্রহের জায়গাটা একবার তৈরি করা গেলে বাকি বিষয়টুকু যেকোনো একাডেমিক বই থেকেই জেনে নিতে পারবে শিক্ষার্থীরা।
আনন্দের বিষয় হচ্ছে, এটাই হিসাববিজ্ঞানের ওপর প্রথম গ্রন্থ, যেটাকে হিসাববিজ্ঞানের ওপর গল্পের বই বললেও খুব বেশি বলা হবে না। তাই হিসাববিজ্ঞানের বই মনে না করে, গল্পের বই মনে করে পড়লেও বইটি পাঠকদের উপকারে আসবে।
বইয়ের নাম | সহজ হিসাববিজ্ঞান |
---|---|
লেখক | মঈন রেজা নাদিম |
প্রকাশনী | আদর্শ |
সংস্করণ | |
পৃষ্ঠা সংখ্যা | |
ভাষা |
