সুখের অসুখ
কখন কারা কীভাবে যেন সফলতা ও সুখকে সমার্থক করে তুলেছে। ফলে জীবনে সফল হবার নামে বিপুল সম্পদ করায়ত্ত করতে ছুটছি সবাই। কিন্তু ‘সুখ’ তো কোনো দোকানে কিনতে পাওয়া যায় না। তাহলে অর্জিত সেই সম্পদগুলো সুখের নিশ্চয়তা দেবে কীভাবে?
তাছাড়া, নগরজীবনে নিজের অজান্তেই প্রচলিত ইঁদুরদৌড়ে শামিল হয়ে অসুখের নানা বীজ বপন করে চলেছি অহোরাত্র। জীবনের বহুক্ষেত্রে উদ্দেশ্য ভালো হলেও পদ্ধতি যথার্থ হয় না। সুখ অনুসন্ধানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটছে না। যা তীব্রভাবে পেতে চাই, তা নিয়ে গভীরভাবে ভাবার সময়টুকুও মিলছে না।
জীবনে সত্যিকারের সুখী হতে সর্বপ্রথম মনটা স্থির করা দরকার। তারপর প্রকৃত ‘ভ্যালু’ রয়েছে এমন বিষয়গুলো চিহ্নিত করা জরুরি। সেগুলো অর্জনে ব্রতী হওয়া প্রয়োজন। নইলে শেষমেশ বড় আফসোস রয়ে যায়। সুখী হওয়ার চেষ্টায় দৃশ্যমান ও অদৃশ্য বহু বাধা রয়েছে। সেগুলো থেকে উত্তরণে লেখক বেশ কিছু বাস্তবসম্মত পরামর্শ দিয়েছেন। বইটি সফলতা ও সুখ বিষয়ে আপনার বিদ্যমান ধারণায় ধাক্কা দেবে নিঃসন্দেহে।
বইয়ের নাম | সুখের অসুখ |
---|---|
লেখক | মো. আব্দুল হামিদ |
প্রকাশনী | আদর্শ |
সংস্করণ | |
পৃষ্ঠা সংখ্যা | |
ভাষা |