জার্নি টু মাই ফার্স্ট কর্পোরেট জব
বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরেই কপালে জুটে যায় বেকারের ট্যাগ। চাকরি খুঁজতে খুঁজতে কারও কারও ভাগ্যের শিকে ছিঁড়ে খুব দ্রুত, কারও কেটে লেগে যায় দীর্ঘ সময়। অথচ একটু চোখ কান খোলা রেখে প্রস্তুতি নিলেই এই দীর্ঘ বিষণ্ণ সময়কাল কমিয়ে আনা সম্ভব। এমনকি এই বিষণ্ণ সময়ের পরিমাণ শূন্য করে ফেলাও সম্ভব যে আপনার পরীক্ষা শেষ, রেজাল্ট আসেনি। কিন্তু আপনি অলরেডি অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেয়েছেন।
এটা কোনো দৈব ঘটনা নয়। প্ল্যানিং এবং এক্সিকিউশন এই দুইয়ের পিছনে সময় ও শ্রম দিয়ে চেষ্টা করলে আসলেই সম্ভব। যারা ইন্ডাস্ট্রিতে আছেন তাঁরা জানেন, একজন যোগ্য ক্যান্ডিডেটের জন্য কীভাবে অপেক্ষা করে আছে প্রতিটি অফিসের এইচআর ম্যানেজার।
আপনি যোগ্য হবেন কী না সেই সিদ্ধান্ত আপনার। তবে যদি হতে চান, তাহলে এই বইটা আপনার জন্য।
কর্পোরেট সেক্টরে লেখক হোসেন জয় -এর ক্যারিয়ার এক যুগের অধিক। এটিই তার প্রথম লেখা বই। নিজের অভিজ্ঞতার সবটুকু ঢেলে তিনি পরামর্শ দিয়েছে তরুণদের।
হোসেন জয়
https://hossainjoy.com/