প্রতিবেদন লিখনের কলাকৌশল
বাংলা ভাষায় গবেষণা পদ্ধতি ও প্রতিবেদন লিখন বিষয়ে হাতে গােনা দু’-একটি বই রচিত হলেও শুধুমাত্র প্রতিবেদন লেখার নিয়ম-কানুন সম্পর্কিত বই নেই বললে চলে। গবেষণা পদ্ধতি বিষয়ক বইগুলাের শেষাংশে প্রতিবেদন লেখার নিয়ম-কানুন সম্বলিত অধ্যায় সকল শ্রেণির ব্যবহারকারীর চাহিদা পূরণ করে না বলেই মনে হয়েছে। বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থাগুলােকে নানা ধরনের প্রতিবেদন প্রস্তুত করতে হয় । আবার সাম্প্রতিককালে বে-সরকারি বাণিজ্যিক সংস্থাগুলােও বার্ষিক প্রতিবেদন প্রস্তুত করে। তাই পেশাগত জীবনেও অনেককেই প্রতিবেদন লেখার নিয়ম-কানুনের সাথে নতুন করে পরিচিত হতে হয়। কিন্তু প্রতিবেদন লেখার নিয়ম-কানুন সম্পর্কিত বিশেষায়িত বইয়ের অভাবে যথাযথ রীতি-নীতি মেনে প্রতিবেদন লিখতে পারেন না। অনেক ক্ষেত্রেই মুখবন্ধ আর ভূমিকা’ লেখার মধ্যে তারতম্য দেখা যাচ্ছে না। নিয়ম মেনে ‘গ্রন্থপঞ্জি’ লেখার অনুশীলন খুব কমই দেখা যাচ্ছে। এ ধরনের বিচ্যুতিসহ প্রকাশিত হচ্ছে অনেক প্রতিবেদন-এমনকি গবেষণা প্রতিবেদনও। বিশ্ববিদ্যালয় পর্যায়ে স্নাতকোত্তর শ্রেণীর গবেষণা প্রতিবেদন, ফ্রিল্যান্স গবেষকদের অ্যাকশন রিসার্চ, কিংবা বেসরকারি উন্নয়ন সংস্থার নানা ধরনের প্রতিবেদন লেখার ক্ষেত্রে এ বইটি সহায়ক হবে বলে মনে করি।
বইয়ের নাম | প্রতিবেদন লিখনের কলাকৌশল |
---|---|
লেখক | মো. রেজাউল করিম |
প্রকাশনী | সূচীপত্র |
সংস্করণ | |
পৃষ্ঠা সংখ্যা | |
ভাষা |