অস্ট্রেলিয়া মহাদেশ এবং ওশেনিয়া অঞ্চলের ইতিহাস ও রাজনীতি
অস্ট্রেলিয়া মহাদেশ এবং ওশেনিয়া অঞ্চল রাজনৈতিক সংহতি, সামাজিক সম্প্রীতি, অর্থনৈতিক সহযোগিতা, সৌহার্দ্যপূর্ণ সহঅবস্থান, গণতান্ত্রিক মূল্যবোধ এবং আইনের শাসনের এক স্বর্গরাজ্য। পৃথিবীর ভ‚-অঞ্চলগুলোর মধ্যে অস্ট্রেলিয়া এবং ওশেনিয়া সবচেয়ে শান্ত ও স্থিতিশীল।
পুরো অস্ট্রেলিয়া এবং ওশেনিয়া হলো ভাসমান পৃথিবী। সবগুলো রাষ্ট্র এবং দেশ প্রশান্ত মহাসাগরের উপর ভেসে আছে। এক দেশ থেকে আরেক দেশে যাবার সড়ক পথ নেই। কিন্তু মনের পথ উন্মুক্ত আছে। তাইতো তারা নিজ নিজ দেশের ভেতরে এবং এক দেশ আরেক দেশের সাথে বন্ধুত্বের বন্ধনে জড়িয়ে আছে।
ওইসব দেশের মানুষ স্বদেশকে ভালোবাসে। মিলেমিশে না থাকলে নিজ দেশটা ভালো থাকে না। বিশ্ব পরিমÐলে দেশের মর্যাদা থাকে না। নিজেও স্বদেশ এবং বিদেশ কোথাও ভালো থাকা যায় না। এমন বোধ ও বিশ্বাস অস্ট্রেলিয়া এবং ওশেনিয়ার মানুষকে পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাস বজায় রেখে চলতে শিখিয়েছে।
অস্ট্রেলিয়া এবং ওশেনিয়ার রাজনীতি হতে পারে উত্তপ্ত রাজনীতির দেশসমূহের পাঠশালা। রাজনৈতিক হানাহানির দেশগুলো ভাবতে পারেÑ অব্যাহতভাবে পরস্পরকে গালমন্দ করা কী উত্তম নাকি অধম কাজ? এতে কী রাষ্ট্রের লাভ হয় নাকি ক্ষতি হয়? যে পরিবারে মিলমিশ থাকে না, সমাজে সে পরিবারের সম্মান থাকে না! একইভাবে যে দেশের রাজনীতিতে মৌলিক বিষয়গুলোতে ঐক্যমত থাকে না, বিশ্ব দরবারে সে দেশের সম্মান থাকে না। রাজনৈতিক অনৈক্যে লিপ্ত দেশগুলো অস্ট্রেলিয়া এবং ওশেনিয়ার দিকে তাকিয়ে দেখতে পারেন, ভালো কিছু খুঁজে পাওয়া যায় কি না? অন্যের ভালো এবং নিজের মন্দ নিয়ে ভাবলে সঠিক পথের সন্ধান পাওয়া যায়। তাইতো বলা হয় “নিজের দোষ এবং অন্যের গুণ অনুসন্ধান কর”। অস্ট্রেলিয়া এবং ওশেনিয়ার মানুষ- হানাহানির দেশগুলোকে আর্শীবাদ কর, যাতে তারাও তোমাদের মতো সৌহার্দ্য এবং শান্তির মাঝে বাস করার সুযোগ পায়.
বইয়ের নাম | অস্ট্রেলিয়া মহাদেশ এবং ওশেনিয়া অঞ্চলের ইতিহাস ও রাজনীতি |
---|---|
লেখক | এ কে এম আবদুল আউয়াল মজুমদার |
প্রকাশনী | শোভা প্রকাশ |
সংস্করণ | |
পৃষ্ঠা সংখ্যা | |
ভাষা |