মুমিনের সুসংবাদ
কিছু প্রতিশ্রুতি ও সুসংবাদ নিয়ে আলোচনার প্রয়াস যা কোনো মানুষের প্রতিশ্রুতি নয়, বরং সেই সত্তার প্রতিশ্রুতি, যিনি কখনো তা ভঙ্গ করেন না এবং স্বীয় বান্দাদের নিরাশ করেন না।
তবে আজ তারা সেসব প্রতিশ্রুতি কেন বিস্মৃতির গহ্বরে নিক্ষেপ করেছে! অথচ কুরআনের অসংখ্য আয়াত ও নবিজির হাদিস এসব প্রতিশ্রুতিতে ভরপুর। এটা কি কুরআন-সুন্নাহ বিষয়ে অজ্ঞতার কারণে নাকি প্রতিশ্রুতির শর্তসমূহ পূরণে আলস্যের কারণে?
প্রতিশ্রুতি বিষয়ে সন্দেহ নাকি যিনি প্রতিশ্রুতি দিয়েছেন তাঁকে নিয়ে কোনো সংশয়? নাকি পথের দীর্ঘতা তাদের হাঁপিয়ে তুলেছে বা শত্রুদের উপর্যুপরি আক্রমণ তাদের ক্লান্ত করে দিয়েছে? অথবা অত্যাচারীদের প্রভাব-প্রতিপত্তি তাদের সন্ত্রস্ত করে দিয়েছে? কিংবা শত্রুদের সংখ্যাধিক্য ও উলামায়ে কিরামের কৌশলগত ত্রুটি তাদের অকৃতার্থ করে দিয়েছে? যদি এগুলো কিছুই না হয়, তাহলে কেন এই নীরবতা!
সামনে অগ্রসর হও, আঘাত করো শক্ত পদে ধূসর ভূমিতে, আকাশসম সাহস নিয়ে হতাশার উপত্যকা থেকে ফিরে এসো। তোমার আশাগুলো শুধু তোমার রবের সাথে সংযুক্ত করো তাঁর উপত্যকার শীতল পানিতে গোসল ও পান করার জন্য। এটি আম্বিয়ায়ে কিরামের পথ। এ পথে রয়েছে উত্তম সাথিদের পদচিহ্ন। তাই এ পথ আগলে ধরো। কারণ, এটি নাজাতের চাবিকাঠি। তোমার অন্তরকে তা দ্বারা সিঞ্চিত করো। এটি জীবনের অমৃত সুধা। এ দুনিয়ায় তোমাকে স্বাগত।
বইয়ের নাম | মুমিনের সুসংবাদ |
---|---|
লেখক | ড. খালিদ আবু শাদি |
প্রকাশনী | মুহাম্মদ পাবলিকেশন |
সংস্করণ | প্রথম প্রকাশ, ২০২১ |
পৃষ্ঠা সংখ্যা | 176 |
ভাষা | বাংলা |