ফাযায়েলে আমল ও উলামায়ে দেওবন্দ : আপত্তি ও খণ্ডন
তিনি কাঁদলেন, কাঁদালেন আমাকেও!
ফোনটা ধরতেই সালাম দিলেন। উত্তর দিতেই বলে উঠলেনঃ শায়েখ! আপনার কাছে ক্ষমা চাইতে ফোন করেছি।
বললামঃ আমিতো আপনাকে চিনি না। আমার অজান্তে এমন কি অপরাধ করেছেন যার জন্য ক্ষমা চাচ্ছেন?
অপরপ্রান্তের ভাইটা বলতে লাগলেন: "ফাযায়েলে আমলে বর্ণিত বিভিন্ন ঘটনাবলীকে আপনি সাপোর্ট করায় আমি আপনার উপর প্রচণ্ড ক্ষিপ্ত ছিলাম। অনেকের সাথেই আপনার ব্যাপারে কটু কথা বলেছি। ফেইসবুকে আমার ওয়ালে স্ট্যাটাস দিয়ে, এমন কি আপনার কমেন্টসবক্সেও মন্দ মন্তব্য করেছি।
কিন্তু গতকাল সারারাত ধরে আপনার লেখা "ফাযায়েলে আমল ও উলামায়ে দেওবন্দঃ আপত্তি ও খণ্ডন বইটি পড়েছি।
বিশ্বাস করেন শায়েখ! আমার মনের সকল সন্দেহ দূর হয়ে গেছে। শেষ রাতে আপনার জন্য আল্লাহর কাছে দুআ করেছি। আপনার ওসীলায় আল্লাহ তাআলা আমার ভুল ভেঙ্গেছেন।
শায়েখ! আমাকে ক্ষমা করবেন। না বুঝে আপনার ব্যাপারে খারাপ মন্তব্য করেছি।"
ভাইটার কথাগুলো শুনে কী বলবো বুঝে পাচ্ছিলাম না। তার জন্য দুআ করে, নিজের জন্য দুআ চেয়ে ফোনটা রাখলাম।
মনের অজান্তে চোখ দুটি আসমানের দিকে উঠে যায়। ছলছল চোখে উচ্চারিত হয়ঃ আলহামদুলিল্লাহ। আমার আগণিত নির্ঘূম রাতের ফসল মালিক যদি কবুল করেন, ভুল বুঝা মানুষগুলো সঠিকটা বুঝতে পারেন তাহলেইতো আমার মেহনত স্বার্থক।
হে মালিক! তুমি কবুল কর। আমাদেরকে তোমার মকবুল বান্দাদের কাতারে শামিল কর। আমীন।
মুফতী লুৎফুর রহমান ফরায়েজী
বইয়ের নাম | ফাযায়েলে আমল ও উলামায়ে দেওবন্দ : আপত্তি ও খণ্ডন |
---|---|
লেখক | মুফতী লুৎফুর রহমান ফরায়েজী |
প্রকাশনী | রাহনুমা প্রকাশনী |
সংস্করণ | 1 2021 |
পৃষ্ঠা সংখ্যা | |
ভাষা | বাংলা |