حَدِيْقَةُ النَّحْوِ (হাদিকাতুন নাহু)
حَدِيْقَةُ النَّحْوِ (হাদিকাতুন নাহু) কিতাবটি মাতৃভাষায় লিখিত । এতে নাহবেমীর কিতাবের বিন্যাস অনুসরণ করা হয়েছে। কিতাবটির প্রায় প্রথম ৬০ পৃষ্ঠা পর্যন্ত নাহবেমীরের বঙ্গানুবাদ । সেখানে কিছু সংযোজন-বিয়োজন করে সংক্ষেপে নাহুর মৌলিক নিয়ম কানুনগুলো একত্র করা হয়েছে। আর বাকি ১৭০+ পৃষ্ঠায় আরবি ইবারত পড়তে ও বুঝতে যেটুকু ব্যাকরণ জানার প্রয়োজন হয়, তা বিশ্লেষণ ও অনুশীলনের মাধ্যমে সংকলন করা হয়েছে। এই حَدِيْقَةُ النَّحْوِ কিতাবে আরবদের লিখিত দশ থেকে বারোটি কিতাবের নির্যাস জমা করা হয়েছে । আশা কারি, এই অনবদ্য গ্রন্থনা আরবি শিক্ষার পথে প্রতিটি শিক্ষার্থীকে তার মানযিলে মাকসাদে পৌঁছতে সহায়ক ভুমিকা পালন করবে।
কিতাবটি কীভাবে পড়বো? প্রথমে, কিতাবের শুরুতে সংক্ষিপ্ত নাহুর পাঠগুলো মুখস্থ করে নাও। অতঃপর প্রতিটি পাঠ ভালোভাবে আয়ত্ত করতে ব্যাপক অনুশীলন করো ও ইজরা করার মাধ্যমে উদাহরণগুলোকে আত্মস্থ করে নাও।
তবে মনে রেখো, শুধু কিছু আরবি নিয়ম-কানুন মুখস্থ করাই যথেষ্ট নয়। কারণ এই মুখস্থ বিদ্যা কিছুদিন পর হাওয়া হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই প্রকট। তাই নাহুশাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করতে চাইলে, প্রথমিক লেভেলটি শক্তিশালীভাবে মুখস্থ রেখে, ব্যাপক অনুশীলন করা এবং আরবি ইবারতে নাহু প্রয়োগ করে-করে আরবি ইবারত পড়া অতীব জরুরী । আলহামদুলিল্লাহ। এই কিতাবে অনুশীলনের জন্য কোরআন থেকে ব্যাপক উদাহরণ উল্লেখ রয়েছে।
বইয়ের নাম | حَدِيْقَةُ النَّحْوِ (হাদিকাতুন নাহু) |
---|---|
লেখক | উস্তায আজিম উদ্দিন |
প্রকাশনী | দারুল লুগাতিল আরাবিয়া বাংলাদেশ |
সংস্করণ | ২য় সংস্করণ, ২০২৪ |
পৃষ্ঠা সংখ্যা | 256 |
ভাষা | বাংলা ও আরবী |