বই : বিজ্ঞানের রাজ্যে : যত প্রশ্ন

মূল্য :   Tk. 250.0   Tk. 188.0 (25.0% ছাড়)
 

বিজ্ঞানের অনেক প্রশ্ন আমাদের মনে ঘােরাফেরা করে। কিন্তু সহজে উত্তর পাই না। যেমন, ব্ল্যাকহােলের কথা আমরা অনেক শুনেছি। কিন্তু হােয়াইটহােল? এটা আবার কী? এর অস্তিত্ব আছে নাকি? অথবা ‘সুপার মুন’ কথাটা গত বছর বেশ আলােচনায় এসেছে। সেটা কী জিনিস? কলেজ-বিশ্ববিদ্যালয়ের কয়েকজন তরুণ চায়ের আড্ডায় বসেছে। হঠাৎ একজন প্রশ্ন করল, বিগ ব্যাং কবে ঘটেছিল রে? আপনি এসব প্রশ্নের উত্তর জানলে চায়ের আসর মাত করে রাখতে পারেন। এ বইটি লেখার উদ্দেশ্য হলাে আমাদের তরুণ প্রজন্মের হাতে এমন একটি বই তুলে দেওয়া, যা পড়লে বিজ্ঞানের সাম্প্রতিক প্রশ্নের উত্তরগুলাে পাবেন। জানার আগ্রহই তরুণদের জ্ঞানের ভিত্তি প্রসারিত করে। প্রশ্নের পর প্রশ্ন করাই হলাে তারুণ্যের ধর্ম। আর তাই চাই সব প্রশ্নের বিজ্ঞানসম্মত উত্তর। তাহলে আর তাকে পেছন ফিরে তাকাতে হবে না। বইটি লেখার সময় লক্ষ রাখা হয়েছে যেন তত্ত্ব ও তথ্যে কোনাে ভুল না থাকে। ইন্টারনেটের এই যুগে অনেক তথ্যই পাওয়া যায়। কিন্তু যাচাই করে দেখতে হয় সঠিক তথ্য কোনটি। বিশ্বের অনেক বিজ্ঞানীর গবেষণালব্ধ ফলাফল থেকে প্রাপ্ত বিভিন্ন প্রশ্নের উত্তর এ বইয়ে পাওয়া যাবে। বিশেষভাবে আমেরিকা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি প্রভৃতি দেশের বিজ্ঞানীরা মহাবিশ্ব, লাইফ সায়েন্স, খাদ্য-পুষ্টি-স্বাস্থ্য প্রভৃতি নিয়ে গবেষণা করছেন। এসব বিষয় নিয়ে এ বইয়ে অনেক প্রশ্নের উত্তর রয়েছে। একজন আধুনিক, বিজ্ঞানমনস্ক মানুষ হিসেবে নিজেকে গড়ে তােলার জন্য স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের তরুণরা এ বইটি তুলে নিতে পারেন।

বইয়ের নাম বিজ্ঞানের রাজ্যে : যত প্রশ্ন
লেখক আব্দুল কাইয়ুম  
প্রকাশনী দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড(ইউ পি এল)
সংস্করণ
পৃষ্ঠা সংখ্যা
ভাষা

আব্দুল কাইয়ুম