মাধ্যমিক শ্রেণিতে রসায়নের সবচেয়ে বড় আতঙ্কের নাম “জৈব রসায়ন”
অথচ যদি একটু ভালােভাবে বুঝে পড়, তাহলে মনে হবে
রসায়নের সবচেয়ে রসালাে টপিকটার নাম হলাে জৈব রসায়ন।
জৈব রসায়নে ‘রস’ খুঁজে পেতে, দরকার শুধু জৈব বিক্রিয়াগুলাে নিয়ে খেলতে জানা!
আর জৈব রসায়নের বিক্রিয়াগুলাে নিয়ে তােমাদের খেলতে শিখাবে আমাদের এই বইটি।

মেহেদী মেহেতাব শিহাব


নাফিজুল আলম (চুয়েট)


রাহাত শাহরিয়ার অমি


অর্জুন রায় ঐক্য (কুয়েট)


জাহিদ মাহমুদ


আমিনুল হক মারুফ (রুয়েট)


রিফাত বিন কাদির অয়ন