বই : ফা-হিয়ানের দেখা ভারত

প্রকাশনী : দিব্য প্রকাশ
মূল্য :   Tk. 125.0   Tk. 94.0 (25.0% ছাড়)
 

ফা-হিয়ানের দেখা ভারত বইটির মুখবন্ধ থেকে:

পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সাহিত্য-সম্রাট বঙ্কিমচন্দ্র ও সর্ব্বশেষ বিশ্বকবি রবীন্দ্রনাথ বাংলাভাষা যে ভাবে গঠিত ও পরিবর্দ্ধিত করিয়াছেন, তাহাতে ইহার মাধ্যমে তত্ত্ব ও তথ্যপূর্ণ গ্রন্থাদির নিয়মিত প্রকাশ সম্ভবপত্র হইয়াছে। মনীষীত্রয়ের রচনাসমৃদ্ধ বঙ্গভাষা আজ পূর্ণরূপে জাতির চিন্তাধারা ও সংস্কৃতির বাহনস্বরূপ। ইহার সমৃদ্ধি ও পরিপূর্ণতা যথার্থরূপে সংরক্ষণ ও বৃদ্ধি করিতে হইলে বিদেশী ভাষায় লিখিত তথ্যপূর্ণ গ্রন্থাদি ইহাতে অনূদিত হওয়া আবশ্যক। সুখের বিষয় এ বিষয়ে কুশলী বাঙ্গালী লেখকগণ পশ্চাৎপদ নহেন। তাঁহারা তাঁহাদের ব্যাপক অধ্যয়ন ও সুসংহত চিন্তাশক্তি এদিকে প্রয়োগ করিয়াছেন।

চীনা পরিব্রাজক ফা-হিয়েন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভগবান বুদ্ধের জন্মভূমি পরিভ্রমণে আসিয়া ভারতবর্ষ সম্বন্ধে বহু তথ্য সংগ্রহ করিয়া যান। চীনদেশে ফিরিয়া গিয়া তিনি তথ্যগুলি 'ফো-কো-কি' (ভগবান বুদ্ধের দেশের বিবরণ) নামক গ্রন্থরূপে প্রকাশ করেন। আধুনিক কালে এই গ্রন্থ কয়েকটি বিদেশী ভাষায় অনূদিত হইয়া চীনভাষায় অনভিজ্ঞ ভারত-তত্ত্বানুসন্ধানীদিগের বহু উপকারে আসিতেছিল। এই সকল অনুবাদের মধ্যে Legge-কৃত ইংরেজী অনুবাদ তথ্যসমৃদ্ধ ও গুরুত্বপূর্ণ। প্রাচীন ভারতের ধর্মীয় ও সামাজিক ইতিহাস প্রণয়ন কল্পে Legge-কৃত অনুবাদটি বিশেষ উপযোগী। বাংলাভাষাতে ইহার একাধিক অনুবাদ আবশ্যক ছিল।

শ্রীকৃষ্ণচৈতন্য মুখোপাধ্যায় মহাশয়ের "ফা-হিয়েনের দেখা ভারত" এই অভাব পূর্ণ করিয়াছে। ইহা ১৩৬৪ সালের ভাদ্র হইতে কার্ত্তিক এই তিন মাসের 'প্রবাসী' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। এখন এই বঙ্গানুবাদটি স্বতন্ত্র গ্রন্থাকারে প্রকাশ করিতে উদ্যোগী হইয়া শ্রীযুক্ত মুখোপাধ্যায় ও তাঁহার প্রকাশক শ্রী কে. এল, মুখোপাধ্যায় বঙ্গভাষাভাষীদিগের ধন্যবাদ ভাজন হইয়াছেন। গ্রন্থকারের ভাষা সরল, সাবলীল ও সুখপাঠ্য; ইহার পাদটীকাগুলিও তথ্য-পূর্ণ। গ্রন্থকার ও প্রকাশক এই গ্রন্থপ্রকাশে অগ্রণী হইয়া মাতৃভাষার শ্রীবৃদ্ধি সাধন করিলেন। বঙ্গীয় বিদ্বজ্জন সমাজে ও প্রাচীন ভারতীয় ইতিহাস ও সংস্কৃতির ছাত্র-ছাত্রীদের মধ্যে ইহার বহুল প্রচার কামনা করি।

ইতি- শ্রী জিতেন্দ্রনাথ বন্দোপাধ্যায়

প্রাক্তন প্রধান অধ্যাপক

প্রাচীন ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, কলিকাতা বিশ্ববিদ্যালয় এবং

ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সম্পাদক, এসিয়াটিক সোসাইটি, কলিকাতা

বইয়ের নাম ফা-হিয়ানের দেখা ভারত
লেখক শ্রীকৃষ্ণচৈতন্য মুখোপাধ্যায়  
প্রকাশনী দিব্য প্রকাশ
সংস্করণ প্রথম প্রকাশ, ২০১৬
পৃষ্ঠা সংখ্যা 72
ভাষা বাংলা

শ্রীকৃষ্ণচৈতন্য মুখোপাধ্যায়