বই : উম্মুল মুমিনিন সাওদা বিনতে জামআ রাদিয়াল্লাহু আনহা

প্রকাশনী : পড় প্রকাশ
মূল্য :   Tk. 0.0

দুঃখবেদনার অন্ত নেই। কখনও গালি খেতে হয়, কখনও শারীরিক আঘাত। চারদিক থেকে মেরে ফেলার হুমকি। অন্যদিকে সর্বকাজের সহযোগী স্ত্রী মারা গেলেন। রাজনৈতিকভাবে নিরাপত্তা প্রদানকারী চাচাকেও হারিয়ে ফেললেন। ভীষণ একাকিত্ব ও অসহায়ত্ব যেন তাঁকে গিলে ফেলছে। ঠিক সেই কঠিন সময়ে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়ালেন অসাধারণ গুণবতী এক বিধবা। রূপগুণে তিনি যেমন ছিলেন আকর্ষণীয়, তেমনি স্বামীর আনুগত্য, সন্তান লালনপালন, রান্নাবান্না ও সাংসারিক কাজেও ছিলেন অনন্য। ইমানের আলোয় তাঁর হৃদয় ছিল উজ্জ্বল সরলতায় উদ্ভাসিত। ইসলামের সূচনাকালেই ইমান গ্রহণ করেন। একপর্যায়ে নবিজির স্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন। তারপর সুখের চাঁদ হয়ে নবিজির সংসারে আলো ছড়াতে লাগলেন। তাঁর উপাধি উম্মুল মুমিনিন—মুমিনদের মা। নাম সাওদা বিনতে জামআ। আল্লাহ বলেন—‘রাদিয়াল্লাহু আনহা।’ ‘সংসার সুখের হয় রমণীয় গুণে’ এই প্রবাদবাক্যের বাস্তব প্রতিবিম্ব ছিলেন উম্মুল মুমিমিন সাওদা। নিজের সর্বস্ব দিয়ে স্বামীকে ভালোবাসার অনন্য নজির স্থাপন করে পৃথিবীর সকল নারীর অনুসরণীয় আদর্শ হয়ে থাকবেন কিয়ামত পর্যন্ত। তাঁকে জানতে পড়ুন এই বই।

বইয়ের নাম উম্মুল মুমিনিন সাওদা বিনতে জামআ রাদিয়াল্লাহু আনহা
লেখক শাকিল মাহমুদ   ইফতেখার জামিল  
প্রকাশনী পড় প্রকাশ
সংস্করণ
পৃষ্ঠা সংখ্যা
ভাষা

শাকিল মাহমুদ


ইফতেখার জামিল