বই : বরেণ্যদের চোখে শাইখুল হাদীস

মূল্য :   Tk. 0.0

সম্পাদনা : মাওলানা মুহাম্মাদ মামুনুল হক

হযরত শাইখুল হাদীস রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন আট বছর গত হয়ে গেছে। ইন্তেকালের দুই তিন বছর আগ থেকেই বার্ধক্যজনিত অসুস্থতায় এক রকম শয্যাশায়ী জীবন কাটিয়েছেন। আজকের নতুন প্রজন্ম তাই হযরত শাইখের জীবন ও কর্ম প্রত্যক্ষ করার সুযোগ পায়নি। সঙ্গত কারণেই শতাব্দীর এই বিরল ব্যক্তিত্বের বহুমুখী অবদান ও অনন্য অনুসরণীয় জীবন সংগ্রামের সাথে তাদের পরিচয় করিয়ে দেয়া সময়ের জরূরি প্রয়োজন ছিল।

হযরত শাইখের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ও রেখে যাওয়া পরিবারের উপরই এই গুরু দায়িত্ব প্রথম বর্তায়। অনেক সীমাবদ্ধতায় এখনো হযরত শাইখের পূর্ণাঙ্গ জীবনী কিংবা বৃহৎ কলেবরের স্মারকগ্রন্থ প্রকাশ সম্ভব হয়নি। তবে আলহামদুলিল্লাহ খন্ড খন্ড আকারে বেশ কিছু কাজ হয়েছে এবং পাঠকের হাতে পৌঁছেছে। এ ক্ষেত্রে শাইখের দৌহিত্র আমাদের প্রিয় ভাগ্নে মাওলানা এহসানুল হকের অব্যাহত প্রচেষ্টা উল্লেখ করার মত। ইতিপূর্বে হযরত শাইখের জীবনের উপর তার রচিত ও সংকলিত তিনটি গ্রন্থ পাঠকের তৃষ্ণা অনেকাংশে নিবারণ করেছে। বক্ষমাণ গ্রন্থটি এ সংক্রান্ত তার চতুর্থ ও বৃহৎ প্রয়াস।

বরেণ্যদের চোখে শাইখুল হাদীস গ্রন্থটি হযরত শাইখের জীবন ও কর্ম মূল্যায়নের সব চেয়ে গুরুত্বপূর্ণ তথ্য ও সূত্রের সমাহার। এতে শাইখের সমকালীন উল্লেখযোগ্য মনীষীদের থেকে শুরু করে বিশিষ্ট সহকর্মী-শিষ্য ও পরিবারের একান্তজনদের স্মৃতিচারণ, অনুভূতি ও মূল্যায়ন উঠে এসেছে সাক্ষাৎকার আকারে। শাইখের সাথে উল্লেখিত মনীষীদের যাপিত সময় ও স্মৃতির বিবরণ থেকে যেমনিভাবে হযরত শাইখুল হাদীস রাহিমাহুল্লাহ সম্পর্কে পাঠকের অনুসন্ধিৎসা নিবারণ হবে, তেমনি সমকালীন মনীষীদের অনেক দুর্লভ গল্পও জানতে পারবে তারা।

প্রায় সবগুলো সাক্ষাৎকারের উল্লেখযোগ্য অংশ ধারাবাহিকভাবে মাসিক রাহমানী পয়গামে প্রকাশিত হয়েছে। তখনই প্রতিটি সাক্ষাৎকার গভীর মনযোগ দিয়ে আমি পাঠ করেছি। কদাচিৎ সম্পাদনার প্রয়োজন মনে করলে তাও করেছি। আমার মনে হয়েছে সাক্ষাৎকারগুলো আগামী দিনে সমকালীন ইতিহাসের একটি দর্পন হিসাবে মূল্যায়িত হবে। পত্রিকার কলেবরের চিন্তায় অনেক সময় পূর্ণ সাক্ষাৎকার ছাপানো সম্ভব হয়নি। স্মারক গ্রন্থ প্রকাশের সময়ও হয়ত এগুলো পরিপূর্ণ সংকলনে আনা হয়ে উঠবে না। তাই বিজ্ঞজনদের পরামর্শে স্বতন্ত্রভাবেই সাক্ষাৎকারগুলো পাঠকের হাতে তুলে দেওয়ার এই প্রয়াস। আশা করি প্রজন্মের পাথেয় হিসাবে সমাদৃত হবে গ্রন্থটি। আল্লাহ যেন কবুল করেন। আমীন।

বইয়ের নাম বরেণ্যদের চোখে শাইখুল হাদীস
লেখক মাওলানা এহসানুল হক  
প্রকাশনী পয়গাম প্রকাশনী
সংস্করণ
পৃষ্ঠা সংখ্যা
ভাষা

মাওলানা এহসানুল হক