এসো দ্বীন শিখি
আধুনিক সমাজ ব্যবস্থায় সেক্যুলার শিক্ষা-ব্যবস্থার কারণে শিশু-কিশোরদের জন্য দ্বীন শিক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে। পাশ্চাত্যের সংস্কৃতিতে বেড়ে ওঠা শিশু-কিশোরদের মন-মানসিকতায়ও ব্যাপক পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। তাদের থেকে দ্বীন ক্রমশঃই দূরে সরে যাচ্ছে। পরিবার যদি এখনই সচেতন না হয়, তাহলে এসব শিশুদের মধ্যে ধর্মহীনতা বদ্ধমূল হয়ে ওঠার আশংকা অমূলক নয়। আর এই সচেতনতা বৃদ্ধিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস—এসো দ্বীন শিখি গ্রন্থটি। আশা করা যায়, পারিবারিকভাবে শিশুদের শুরু থেকেই যদি এই গ্রন্থ থেকে দ্বীন শেখানোর উদ্যোগ নেওয়া হয়, তাহলে তারা সত্যিকার মুসলিম হিসেবে বেড়ে উঠবে। তাদের চিন্তা-চেতনায় ইসলামের মূল বিষয়গুলো প্রোথিত করে দেওয়া সম্ভব হবে। বর্তমানে দ্বীনের বিরুদ্ধে পাশ্চাত্যের অনভিপ্রেত আগ্রাসন রুখতে অনেকে ইসলামী স্কুল প্রতিষ্ঠা করছেন। এটি অবশ্যই বর্তমান সময়ের বিবেচনায় একটি যথোপযুক্ত পদক্ষেপ। আর এই গ্রন্থটি সেসব স্কুলের পাঠ্যতালিকায়ও অন্তর্ভুক্ত করা যেতে পারে বলে আমরা মনে করি।
লেখক পরিচিতি
হামদুল্লাহ লাবীব। জন্ম ময়মনসিংহে। ১৯৯৪ সালে। জামিয়া ইসলামিয়া গাওয়াইর, দক্ষিণখান, ঢাকা থেকে হিফযুল কুরআন (২০০৭) এবং জামিয়া শারইয়্যাহ মালিবাগ, ঢাকা থেকে দাওরায়ে হাদিস (২০১৭) সমাপ্ত করেন। এরপর ২০১৮ সালে জামিয়া ইসলামিয়া গাওয়াইর, দক্ষিণখান, ঢাকা থেকে তাখাসসুস ফিল ফিকহ-এ উচ্চতর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি জামিয়াতুল মুহাজিরীন আল-ইসলামিয়া, দক্ষিণখান, ঢাকা-তে শিক্ষকতায় নিয়োজিত রয়েছেন। অনুবাদের মাধ্যমেই লেখালেখিতে আত্মপ্রকাশ করেন। তার বেশ কয়েকটি বই ইতোমধ্যে মাকতাবাতুল ফুরকান থেকে প্রকাশিত হয়েছে। এর মধ্যে সারাবছর, প্রতিদিন—নবীজীর গল্প, দুআ যদি পেতে চাও, সফরের প্রামাণ্য মাসাইল, হজ ও উমরার প্রমাণ্য মাসাইল উল্লেখযোগ্য।
বইয়ের নাম | এসো দ্বীন শিখি |
---|---|
লেখক | মাওলানা হামদুল্লাহ লাবীব |
প্রকাশনী | মাকতাবাতুল ফুরকান |
সংস্করণ | 1 2022 |
পৃষ্ঠা সংখ্যা | 112 |
ভাষা | বাংলা |