সফওয়াতুল মাসাদির
আল্লাহ তায়ালা কুরআনের মধ্যে বলেন, ভাষার ভিন্নতা, রঙের ব্যবধান আমার কুদরতের নিদর্শনের মধ্য থেকে অন্যতম একটি নিদর্শন। ভাষার মধ্যে আরবি ভাষা এক অনন্য ব্যাতিক্রমি ভাষা। কারণ, এ ভাষার এমন একাধিক শব্দ আছে যেগুলোর অর্থ এক ও অভিন্ন। এমন শব্দসমূহকে আরবিতে الالفاظ المترادفة বলা হয়। আবার দেখা যায় এমন কতগুলো শব্দ আছে যেগুলোর প্রত্যেকটি একাধিক বিপরীত অর্থ বহন করে। এমন শব্দসমূহকে আরবিতে الالفاظ المشتركة বলে।
এমনিভাবে প্রত্যেকটি শব্দের রয়েছে একটি বিপরীত অর্থবহনকারী শব্দ। যাকে আরবিতে الالفاظ المتضادة বলে। সফওয়াতুল মাসাদির কিতাবটিতে প্রত্যেকটি فعل ও اسم-এর পাশাপাশি مترادف এবং متضاد শব্দকে উল্লেখ করা হয়েছে। কুরআন-হাদিস ও আরবি কবিতায় এবং ভাষায় একটি শব্দকে তার সমার্থবোধক مترادف শব্দ এবং متضاد বা বিপরীত অর্থবহনকারী শব্দের সাথে ব্যবহার করা হয়েছে।
বইয়ের নাম | সফওয়াতুল মাসাদির |
---|---|
লেখক | ড. মাওলানা মুশতাক আহমদ |
প্রকাশনী | ফুলদানী প্রকাশনী |
সংস্করণ | প্রথম সংস্করণ, ২০২৩ |
পৃষ্ঠা সংখ্যা | 136 |
ভাষা | বাংলা ও আরবী |