ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ
ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ নামক বক্ষমান গ্রন্থখানি দুই খণ্ডে সমাপ্ত।
প্রথম খণ্ডে আকাইদ ও তার আনুষঙ্গিক শাস্ত্র- ইমে কালাম সম্বন্ধে এবং দ্বিতীয় খণ্ডে বাতিল ফিরকা বা ভ্রান্ত দল ও ভ্রান্ত মতবাদ সম্বন্ধে আলােচনা-পর্যালােচনা পেশ করা হয়েছে।
এ গ্রন্থের বিষয়বস্তু নিম্নরূপ:
১. ইসলামের যাবতীয় সহীহ আকীদা-বিশ্বাস সম্বন্ধে বিস্তারিত বিবরণ রয়েছে।
২. আধুনিক যুগে সৃষ্ট যে সব বিষয়ের আকীদা সম্বন্ধে প্রাচীন আকাইদের কিতাবে বিবরণ পাওয়া যায় না, এ গ্রন্থে সেসব বিষয়ের আকীদার বিবরণ সন্নিবেশিত করা রয়েছে।
৩. আকাইদ বিষয়ক আলােচনা ইলমে কালামের অন্তর্ভুক্ত হওয়ায় ইমে কালাম সম্পর্কে প্রাসঙ্গিক কিছু তথ্যও তুলে ধরা হয়েছে।
৩. দেশী-বিদেশী ও নতুন-পুরাতন সব ধরনের প্রসিদ্ধ বাতিল ফিরকার আকীদা-বিশ্বাস ও চিন্তাধারা সম্পর্কে আলােচনা পূর্বক কুরআন-হাদীছের আলােকে তার খণ্ডন পেশ করা হয়েছে।
৪. রাজনৈতিক, অর্থনৈতিক, দার্শনিক, বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক সব ধরনের বাতিল মতবাদ সম্পর্কে আলােচনা করা হয়েছে।
৫. দেশীয় বিভিন্ন বাতিল এবং ভণ্ড পীরের ভ্রান্ত মতবাদ ও ধ্যান-ধারণা সম্বন্ধে আলােচনা করা হয়েছে।
৬. ইয়াহুদী, খৃষ্টান, বৌদ্ধ, জৈন, হিন্দু, শিখ প্রভৃতি বিভিন্ন ধর্ম ও তার ধর্মীয় গ্রন্থ সম্বন্ধে পর্যালােচনা ও তুলনামূলক আলােচনা-পর্যালােচনা পেশ করা হয়েছে।
এ গ্রন্থের বর্ণনাভঙ্গি নিম্নরূপ:
১. বর্ণনাভঙ্গি ভাষার সমাহার ও সাহিত্যের চাণক্য থেকে মুক্ত সহজ এবং সাবলীল রাখা হয়েছে। যাতে পাঠকদের মেধা ভাষা ও সাহিত্যের বেড়াজালে পড়ে মূল তথ্য থেকে বিচ্যুত হয়ে না পড়ে।
২. গ্রন্থখানি ছাত্র ও সাধারণ শিক্ষিত শ্রেণী নির্বিশেষে সকলেরই উপযােগী করে তােলার স্বার্থে ক্লাসিক্যাল বর্ণনার ধাচও কিছুটা রক্ষা করা হয়েছে
ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ আকীদার বিষয়ে কোন বাতিল ফিরকার ভিন্ন মত থাকলে প্রায়শই তা উল্লেখ করা হয়নি। ২য় খণ্ডে সংশ্লিষ্ট বাতিল ফিরকার আলােচনা প্রসঙ্গে তা বর্ণনা করা হয়েছে। বিশেষ বিশেষ স্থানে ১ম খণ্ডে ইবারতে বা টীকায় সেদিকে ইংগিত করে দেয়া হয়েছে।
গ্রন্থের পাণ্ডুলিপি দেশের বেশ কয়েকজন প্রসিদ্ধ আলেম ও মুহাদ্দিছকে দেখিয়ে যাচাই-বাছাই করানাে হয়েছে এবং তাঁদের মাশওয়ারা মােতাবেক বহু স্থানে পরিবর্তন ও পরিবর্ধন আনা হয়েছে। তন্মধ্যে বিশেষভাবে উল্লেখযােগ্য হলেন হযরত মাওলানা কাজী মুতাসিম বিল্লাহ সাহেব, হযরত মাওলানা নূর হােছাইন কাছেমী সাহেব, হযরত মাওলানা মাহমূদুল হাছান সাহেব ও হযরত মাওলানা আবু সাবের আব্দুল্লাহ সাহেব।
বন্ধুবর মাওলানা আবূ সাবের গভীর মনােযােগ সহকারে পাণ্ডুলিপিটি আদ্যোপান্ত পাঠপূর্বক বহুস্থানে আমাকে খুটিনাটি অনেক সংশােধনী আনার পরামর্শ দিয়েছেন এবং সেমতে তা করা হয়েছে। এসত্ত্বেও যদি কোন মুহাক্কিক আলেমের দৃষ্টিতে কোন বিষয়ে ভুল-ত্রুটি পরিলক্ষিত হয়, তাহলে আমাদেরকে তা অবহিত করার অনুরােধ রইল। পরবর্তী সংস্করণে তার সংশােধনী পেশ করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এ গ্রন্থখানিকে আমাদের সকলের সঠিক পথ প্রাপ্তির ও নাজাতের ওছীলা করুন। আমীন!
বইয়ের নাম | ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ |
---|---|
লেখক | মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দীন |
প্রকাশনী | মাকতাবাতুল আবরার |
সংস্করণ | |
পৃষ্ঠা সংখ্যা | 718 |
ভাষা | বাংলা |