তোত্তো চান
ছোট্ট মিষ্টি মেয়ে তোত্তো-চান।
শিশুসুলভ অতি উৎসুক মনোভাব আর চঞ্চলতার জন্য বহিষ্কৃত হয় তার জীবনের প্রথম স্কুল থেকে। রোজ রোজ ক্লাসের সময় জানালায় দাঁড়িয়ে রাস্তার বাজনাওয়ালাদের ডেকে, বাজনা বাজাতে বললে যে গোটা ক্লাসের লেখাপড়ায় বিঘ্ন ঘটে সেটা বোঝার ক্ষমতা এই শিশুটির নেই। নিত্যদিন স্কুলে সে একটার পর একটা সমস্যা দাঁড় করিয়েই চলে।
স্কুল থেকে বহিষ্কৃত হওয়ার পর মা পড়ে যান মহা চিন্তায়। কিন্তু অতি বিচক্ষণতার সাথে মা এই সমস্যাটির সমাধান করে ফেলেন। তোত্তো-চানকে এনে ভর্তি করেন অদ্ভুত সুন্দর এক স্কুলে। স্কুলটি ঠিক তেমন, যেমন স্কুলের স্বপ্ন প্রতিটি শিশু দেখে থাকে। তোত্তো-চান কি পারবে এই স্কুলে নিজেকে মানিয়ে নিতে? নাকি ওকে বের করে দেওয়া হবে এই স্কুল থেকেও? এই ছোট্ট মেয়েটার ভবিষ্যৎ কী হবে ?
তোত্তো-চানের জীবনের স্বরণীয় সত্য ঘটনা নিয়ে লেখা জাপানি বইটির মূল লেখক স্বয়ং তেৎসুকো কুরোয়ানাগি (তোত্তো-চান) । তার জীবনের দারুণ গল্পগুলো একই সাথে উপভোগ্য আর শিক্ষণীয়। বইটি পড়ার পুরোটা সময়জুড়ে আপনার মুখে একটা তৃপ্তির হাসি লেগে থাকবে।
বইয়ের নাম | তোত্তো চান |
---|---|
লেখক | তেৎসুকো কুরোয়নাগি |
প্রকাশনী | ভূমিপ্রকাশ |
সংস্করণ | |
পৃষ্ঠা সংখ্যা | |
ভাষা |