তোমার স্মরণে হে রাসূল
তিনি এমন এক ব্যক্তি যাকে নিয়ে লেখা হয়েছে অসংখ্য কিতাব। কিন্তু তারপরও যেন জানা হয়না পুরোটা, তারপরও যেন আবেগ বাধ মানে না, হৃদয়ের ভালোবাসাটুকু যেন পুরোটা দেখানো যায়না। তিনি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ১৪০০ বছর পরও তিনি আমাদের কাছে প্রিয়, কোনদিন না দেখেও লক্ষ লক্ষ মানুষ আজো উনার স্মৃতি রোমন্থনে চোখের পানি ফেলে। উনাকে নিয়ে লেখা আরেকটা কিতাব এই ‘তোমার স্মরণে হে রাসূল’।
কিতাবের অনুবাদক বইটির স্মৃতি হাতড়াতে গিয়ে বলেন, ‘তা‘লিমে বসার সুবাদে বিষয়বস্তুর সাথে পরিচয় তো আমার আগেই ছিল । কিন্তু সে ছিলো শুনে শুনে । এবার শুরু হলো দেখে-দেখে.. পড়ে পড়ে । আগের পরিচয় ছাপিয়ে ভাম্বর হয়ে উঠলো এ-পরিচয় । আমি গভীরে প্রবেশ করতে লাগলাম । দেখলাম, এর ছত্রে-ছত্রে যেনো ছলছল প্রবাহে বয়ে যাচ্ছে রাসূল-প্রেমের ঝরনাধারা । আর সেখানে পাঠকসহ সাঁতার কাটছেন মাওলানা আবদুল মাজেদ দরিয়াবাদী । আমিও সাঁতার কাটলাম মনভরে । চিত্ততৃপ্তির অমৃত স্বাদ নিয়ে নিয়ে ।’
বইয়ের নাম | তোমার স্মরণে হে রাসূল |
---|---|
লেখক | মাওলানা আবদুল মাজেদ দরিয়াবাদী |
প্রকাশনী | মাকতাবাতুল আযহার |
সংস্করণ | প্রথম প্রকাশ, ২০১৫ |
পৃষ্ঠা সংখ্যা | 188 |
ভাষা | বাংলা |