ইসলামী আকীদা ও বিশ্বাস
সাহাবায়ে কেরাম এবং তাবেয়ি-তাবেয়িনদের মতো সৃষ্টির উত্তম ব্যক্তিগণই আল্লাহ ও তাঁর রাসুলের ডাকে সাড়া দেওয়ার মাধ্যমে সঠিক ও হেদায়াতের পথ অবলম্বন করেছেন। তাঁরা এবং তাঁদের যারা নিষ্ঠার সাথে অনুসরণ করেছেন, তাঁরা তাঁর শরিয়তকে প্রতিষ্ঠিত করেছেন। আকিদা, ইবাদত, চরিত্র ও শিষ্টাচারের ক্ষেত্রে তাঁরা তাঁর সুন্নাতকে তাঁদের ব্যক্তি জীবন ও রাষ্ট্রীয় জীবনে দৃঢ়ভাবে আঁকড়ে ধরেছেন। এর ফলে তাঁরা এমন দলে পরিগণিত হয়েছেন, যারা হকের ওপর প্রতিষ্ঠিত থাকে। কোনো অপমানকারীর অপমান কিংবা কোনো বিরোধিতাকারী তাদের ক্ষতি করতে পারেনি। এভাবে তাঁরা সত্যের পথে অবিচল থাকেন যতক্ষণ না আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা আসে। আল্লাহ তাআলার অপরিসীম প্রশংসা এ জন্য যে, আমরা তাঁদেরই পদাঙ্ক অনুসরণ করে চলছি। তাঁদের কুরআন ও সুন্নাহ সমর্থিত সিরাতের মাধ্যমে আমরা সঠিক পথ-নির্দেশনা লাভ করছি। আল্লাহর অপরিসীম নেয়ামতের। শুকরিয়া জ্ঞাপনের লক্ষ্যে এবং প্রতিটি মুমিনের জন্যে যে পথ অবলম্বন করা অপরিহার্য তা বর্ণনা করার উদ্দেশ্যেই আমাদের এ নিবেদন।
বইয়ের নাম | ইসলামী আকীদা ও বিশ্বাস |
---|---|
লেখক | শায়খ মুহাম্মাদ বিন সালেহ আল উসাইমীন (রহঃ) |
প্রকাশনী | মাকতাবাতুল আহবাব |
সংস্করণ | |
পৃষ্ঠা সংখ্যা | |
ভাষা |