পরকালে মুক্তির উপায়
জনৈক আল্লাহওয়ালা ব্যক্তি হতে বর্ণিত, যে ব্যক্তি হেসে হেসে পাপে লিপ্ত হয়, আল্লাহ তা’য়ালা তাকে ক্রন্দনরত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবেন। আর যে ব্যক্তি ক্রন্দনরত অবস্থায় নেক আমল করে আল্লাহ তা’য়ালা তাকে হাস্য অবস্থায় জান্নাতে প্রবেশ করবেন। অর্থাৎ পাপকাজ প্রকাশ পাওয়ার পরও অনুতপ্ত, ব্যথিত, ইস্তেগফার করার স্থলে, হাসি-তামাশা করা জঘন্যতম দুঃসাহসিকতা কাজ। যে এরকম করবে আল্লাহ তা’য়ালা তাকে পদে পদে পেরেশান করতে থাকবেন । অপরদিকে যে ব্যক্তি আল্লাহ তা’য়ালার আনুগত্য স্বীকার করা সত্বেও আরও অধিক ক্রন্দন ও আরাধনা করবে ও আল্লাহ তা’য়ালাকে ভয় করবে, আল্লাহ তা’য়ালা ঐ ব্যক্তিকে বেহেশতে প্রবেশ করিয়ে খুশি করবেন। عَنْ بَعْضِ الْحُكَمَاءِ لَا تَحْقِرُوا الذُّنُوبَ الصَّغَارَ فَإِنَّهَا تَنْشَعِبُ مِنْهَا الذُّنُوبُ الْكِبَارُ. জনৈক জ্ঞানী ব্যক্তি হতে বর্ণিত, তোমরা ছোট ছোট গুনাহকে তুচ্ছ মনে করো না, কেননা ছোট গুনাহ থেকেই বড় গুনাহের সূত্রপাত হয়। عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا صَغِيرَةَ مَعَ الْإِصْرَارِ وَلَا كَبِيرَةَ مَعَ الْإِسْتِغْفَارِ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে বর্ণিত- সগীরা গুনাহ বারবার করলে তা আর সগীরা গুনাহ থাকে না, বরং কবীরা গুনাহ হয়ে যায়। আর যদি ইস্তেগফার করতে থাকে তার আর কোনো গুনাহই থাকে না। কেননা, তা মাফ হয়ে যায় ৷
বইয়ের নাম | পরকালে মুক্তির উপায় |
---|---|
লেখক | আল্লামা ইবনে হাজার আসকালানী (র) |
প্রকাশনী | মাকতাবায়ে ত্বহা |
সংস্করণ | |
পৃষ্ঠা সংখ্যা | |
ভাষা |