জান্নাতী পঁচিশ রমণী তাঁদের আদর্শ নারী জীবন
“জান্নাতী পঁচিশ রমণী তাঁদের আদর্শ নারী জীবন” বইটির সম্পর্কে কিছু কথা:
আলোচ্য নিবন্ধে আল্লাহ তার অসীম কুদরত প্রকাশের জন্য পৃথিবীতে এক কুমারী নারীর গর্ভে যৌন মিলন ব্যতীত একটি নর সন্তানের জন্মদান করে তাঁর রহস্যের প্রকাশ ঘটিয়েছেন। বিজ্ঞান যতই উন্নতি সাধন করুক না কেন আল্লাহর কুদরতের রহস্য মানুষের কাছে আজো অজ্ঞাত। আল্লাহর কুদরতে সবকিছুই সম্ভব। শুধু মানুষের পক্ষে অসম্ভব। তিনি তাঁর মহিমা যেভাবে প্রকাশ করেত চান, তাই সম্ভব। আর এ ক্ষেত্রে মানুষ ইচ্ছা হলেই সব কিছু করতে পারে।
এ বিস্ময়কর অলৌকিক ঘটনাটি (যা যৌন মিলন ব্যতীত) যারা আল্লাহর প্রতি বিশ্বাসী শুধু তারাই মানতে বাধ্য হয়েছেন। আল্লাহ্ তাঁর অসীম কুদরতে সব কিছুই করতে পারেন। তাঁর কাছে অসাধ্যের কিছুই নেই। তিনি কুন’ বললে তখন যা তার ইচ্ছা তাই হয়ে যায়। পুরুষ এবং নারীর যৌন মিলন ব্যতীত যে ঘটনার দ্বারা মানব সন্তান জন্ম নিয়েছিল একদল অবিশ্বাসী সম্প্রদায় তা বিশ্বাস করতে পারেনি। এদের ধারণা- যে নিয়ম, যা স্বাভাবিক, তাই হওয়া উচিত। আলােচ্য ঘটনাটি ছিল হযরত ঈসা ইবনে মরিয়মের জন্ম রহস্য সংক্রান্ত। এ ঘটনার পরিপ্রেক্ষিতে অবিশ্বাসীরা আল্লাহর কুদরতকে অবমাননা করে পৃথিবীর বুকে নতুন ধারণা সৃষ্টি করে ফলে এক অভিশপ্ত সম্প্রদায় তৈরী হয়। যার ধারাবাহিকতা আজো পৃথিবীর বুকে বিদ্যমান। এ অধ্যায়ে এ সম্পর্কে বিস্তারিত আলােচনা করা হবে।
বইয়ের নাম | জান্নাতী পঁচিশ রমণী তাঁদের আদর্শ নারী জীবন |
---|---|
লেখক | মোহাম্মদ শামসুজ্জামান শায়খুল হাদীস মাওলানা আজিজুল হক |
প্রকাশনী | মীনা বুক হাউস |
সংস্করণ | |
পৃষ্ঠা সংখ্যা | |
ভাষা |