বই : শব্দে শব্দে তাকরীরে মুসলিম (শরহে মুকাদ্দামায়ে মুসলিম)

মূল্য :   Tk. 200.0   Tk. 165.0 (17.0% ছাড়)
 
অনুবাদক : হাফেজ মাওলানা জামাল উদ্দীন আইয়ুবী

সকল প্রসংশা মহান আল্লাহ তা‘আলার জন্য যিনি আমাদেরকে সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, আর সম্মানিত করেছেন সকল মাখলুকের উর্ধ্বে। অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহা মানব সায়্যেদুল মুরসালিন, খাতামুন নাবীয়্যিন, রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যাকে আল্লাহ তা‘আলা সমগ্র জাতির হিদায়াত এবং পথ প্রদর্শনের জন্য রাহবার হিসেবে প্রেরণ করেছেন।
রাসূলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী হলো হাদিস শরীফ। হাদিস শরীফ ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়। এ বাস্তবতার প্রেক্ষিতে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে প্রত্যেক যুগের মনীষিগণ পবিত্র কুরআনের ব্যাখ্যার সাথে সাথে হাদিস শরিফেরও ব্যাখ্যা ও সংরক্ষণে বড় যুগান্তকারী অবদান রেখেছেন।
এমনিভাবে হাদিস সংকলনের তৃতীয় শতাব্দীতে সংকলিত হয়- বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিযী শরীফসহ আরও অনেক মূল্যবান হাদিসগ্রন্থ। এর মধ্যে ইমাম মুসলিম (রহ.)-এর সংকলিত মুসলিম শরীফের মুকাদ্দামা এক অভিন্ন- যা কওমী মাদরাসার তাকমিল জামাত (মাষ্টার্স)-এর পাঠ্য পুস্তক হিসেবে দরসে নিজামিতে অনাদিকাল ধরে চলে আসছে।
তাকমিল জামাতের প্রত্যেকটি কিতাব খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বের দিক দিয়ে কোনোটিই কম নয়। তবে, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে এই বিষয়ের উপর কিতাবের কোনো কমতি নাই। বাজারে অসংখ্য কিতাব বিদ্যমান রয়েছে। সকল কিতাবই স্বমহিমায় মহিমান্বিত। কিন্তু এর পরেও বর্তমান বিজ্ঞানের যুগে ছাত্রদের মেধাকে আরো গতিশীল ও যুগপোযোগী করে গড়ে তোলার জন্যই আমাদের ক্ষুদ্র প্রয়াস হলো- “শব্দে শব্দে তাকরীরে মুসলিম”।
উক্ত কিতাবটি লেখার সময়ে সকল ছাত্রের প্রতি দৃষ্টি রেখে মূল ইবারতের পরেই প্রতিটি শব্দের অর্থ অত্যন্ত সাবলীল ভাষায় উপস্থাপন করা হয়েছে। যাতে ছাত্ররা মূল কিতাবের ভাবকে প্রথমেই খুব সহজেই আয়ত্বে আনতে সক্ষম হয়। আর ব্যাখ্যা-বিশ্লেষণের ক্ষেত্রে যেন মূল কিতাবের মধ্যেই সীমাবদ্ধ থাকে সে চেষ্টা করা হয়েছে।
তাছাড়া, প্রতিটি তালিবে ইলেম কিতাবটি সহজে বোঝার জন্য প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা শিরোনাম নির্ধারণ করা হয়েছে, যাতে ইমাম মুসলিম (রহ.)-এর মূল বক্তব্য, ব্যাখ্যা-বিশ্লেষণ রেফারেন্সসহ উপস্থাপন করা হয়েছে। উক্ত কিতাবে কেবল গুরুত্বপূর্ণ শব্দের তাহকীক এবং তারকীব পেশ করা হয়েছে।
পরিশেষে বলা যায় একজন ছাত্র সহজেই জটিল অথচ গুরুত্বপূর্ণ কিতাবটি অধ্যয়ন করলে অনায়াসেই আয়ত্ত্ব করতে সক্ষম হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।
মানুষ ভুলের উর্ধ্বে নয়। তাই এ কিতাবটিতে কোনো প্রকার ভুলত্র“টি পরিলক্ষিত হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাদের তা জানালে পরবর্তী সংস্করণে তা সংশোধন করে প্রকাশ করা হবে ইনশাল্লাহ। আল্লাহ তা‘আলা এই কিতাব দ্বারা সকলকে উপকৃত হওয়ার তাওফীক দান করুন এবং এ ক্ষুদ্র খেদমতকে কবুল করুন। আমিন!

বইয়ের নাম শব্দে শব্দে তাকরীরে মুসলিম (শরহে মুকাদ্দামায়ে মুসলিম)
লেখক মুফতি সাঈদ আহমদ পালনপুরী রাহিমাহুল্লাহ  
প্রকাশনী রাহবার পাবলিকেশন্স
সংস্করণ
পৃষ্ঠা সংখ্যা
ভাষা
মুফতি সাঈদ আহমদ পালনপুরী রাহিমাহুল্লাহ

মুফতি সাঈদ আহমদ পালনপুরী রাহিমাহুল্লাহ