সমাজ সংস্কারের দিক নির্দেশনা
সমাজ সংস্কারের দিক নির্দেশনা বইটির প্রকাশকের কথা:
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٌ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ وَمَنْ تَبِعَهُمْ بِإِحْسَانٍ إِلَى يَوْمِ الدِّيْنِ. أما بعد.
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর তাঁর জীবদ্দশায় বিভিন্ন মাহফিল ও দীনি প্রোগ্রামে ওয়াজ-নসীহতের পাশাপাশি ২০০৩ সাল থেকে আমৃত্যু ঝিনাইদহ কেন্দ্রীয় জামে মসজিদে জুমুআর খুতবা প্রদান করেছেন।
তিনি ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় মসজিদে জুমুআর খুতবা শুরু করেন ২৬/০৭/২০০৩ ইং তারিখ থেকে। তাঁর সে সকল আলোচনা অডিও রেকর্ড হত। সেখান থেকে আটটি জীবনঘনিষ্ট বিষয় অনুলিখন করে সংকলন করা হয়েছে। জুমুআর সালাতপূর্ব তাঁর আলোচনার এ সংকলন উম্মাহর জন্য উপকারী হবে বলে আমরা মনে করি। কেননা বক্তৃতায় তিনি এমন অনেক সমাজ-সংলগ্ন ও জীবনঘনিষ্ট বিষয় আলোচনা করেছেন, সঙ্গত কারণেই যা লেখনীতে আসেনি।
তিনি খুতবার আগে প্রায় এক ঘন্টা দীনি আলোচনা করতেন এবং সালাতের পরে দীর্ঘ সময় ধরে চলত কুরআনের তাফসীর ও প্রশ্নোত্তর। দূর-দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসতেন তাঁর আলোচনা শোনার জন্য। তিনি আযানের আগেই মসজিদে চলে যেতেন। আযান শেষ হলে আলোচনা শুরু করতেন। গতানুগতিক ধারার বাইরে তিনি আলোচনা করতেন ইসলামের মৌলিক বিষয় ও জীবনঘনিষ্ঠ দিকগুলো নিয়ে। তাওহীদ, শিরক, সুন্নাত, বিদআত, সৎকর্মে উৎসাহ, অসৎকর্মে অনুৎসাহ, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ ইত্যাদি ছিল তাঁর আলোচনার মূল বিষয়বস্তু। এর পাশাপাশি তিনি তাঁর আলোচনায় সামাজিক অবক্ষয়, অনৈতিকতা, অশ্লীলতা ও যুবসমস্যা প্রভৃতি বিষয় তুলে ধরে নসিহত করতেন। তাঁর সে সকল আলোচনা অডিও রেকর্ড করা হত। আলোচনার রেকর্ডগুলো আস-সুন্নাহ ট্রাস্টের ওয়েবসাইটে সংরক্ষিত আছে।
আস-সুন্নাহ পাবলিকেশন্স ইতোপূর্বে ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর --এর জীবদ্দশায় বিভিন্ন মাহফিলে ও টিভি চ্যানেলে প্রদত্ত তাঁর যুগজিজ্ঞাসার জবাব "জিজ্ঞাসা ও জবাব" শিরোনামে কয়েকটি খণ্ডে বই আকারে প্রকাশ করেছে, যা পাঠকমহলে ব্যাপক সমাদৃত হয়েছে।
বইয়ের নাম | সমাজ সংস্কারের দিক নির্দেশনা |
---|---|
লেখক | ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর |
প্রকাশনী | আস-সুন্নাহ পাবলিকেশন্স |
সংস্করণ | প্রথম প্রকাশ, ২০২৪ |
পৃষ্ঠা সংখ্যা | 190 |
ভাষা | বাংলা |