দ্বীন একটা সুবিশাল রাস্তা। এই রাস্তার প্রত্যেক অভিযাত্রীর শক্তি-সামর্থ্য, জ্ঞান-বুঝ, অবস্থা-পরিস্থিতি একেকরকম। এখানে কেউ দ্রুত এগিয়ে চলে, কেউ ধীরে ধীরে আগায়। প্রত্যেকেই যার যার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে নিরন্তর। দুঃখজনক হলেও দ্বীনের বুঝ পাওয়ার পর আমরা অনেকসময়ই খুঁটিনাটি আইনী বিষয়, আকীদাহর সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়সহ নিজ নিজ মাসলাক ও মানহাযের গোত্রপ্রীতিতে আবদ্ধ হয়ে পড়ি। এর কারণ আমরা দ্বীনের মাঝে অগ্রাধিকার বুঝে উঠতে পারি না। একেকজনের সামর্থ্য একেক রকম হলেও কিছু সাধারণ ভিত্তি দিয়েই প্রত্যেককে অগ্রসর হতে হয়। কিন্তু আমরা দ্বীনের চাহিদা ও দাবীর অগ্রাধিকার না বোঝার কারণে অনেক সময় ভুল বুঝি এবং অন্যকে ভুল পথে নিয়ে যাই। হেদায়াত পাওয়ার পর কি করতে হবে, কীভাবে করতে হবে, জীবনযাত্রা কীভাবে চালাতে হবে, কোন কোন গুণ অর্জন করতে হবে, কাকে অগ্রাধিকার দিতে হবে, কাকে বর্জন করতে হবে- এ নিয়েই এ বইটি। ইসলামী ইতিহাসের অন্যতম সেরা তিনজন আত্মার চিকিৎসক আমাদেরকে উপদেশ দিচ্ছেন, পথ বাতলে দিচ্ছেন। আসুন সেই উপদেশ গ্রহণ করি, নিজে আলোকিত হই, অন্যদেরও আলোকিত করি।

আল্লামা ইবনুল কায়্যিম জাওযিয়্যাহ রহ


হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.


আল্লামা ইবনুল জাওযী (রহঃ)