কুনমিং থেকে কুমিল্লা
আনন্দ-উত্তেজনায় সপরিবারে চীনভ্রমণের শুরুতে মজার মজার নানান চায়নিজ অনিশ্চয়তা ও বিড়ম্বনার মিশেলে ঘটনাবহুল কুনমিং ভ্রমণ শেষে, বেইজিংয়ের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার প্রাক্কালে পরিবারের নানান জনের আকাক্সক্ষা, শখ, অনুভ‚তির মুখোমুখি কর্তার গল্প ও চিন্তার হাত ধরে হতে থাকে সময়ভ্রমণও। কারণ এই ভ্রমণে ঘটে যাওয়া কিছু ঘটনার সাথে যে মিলে যায় পরিবার প্রধানের শৈশবের কুমিল্লা থেকে ভ্রমণের ঘটনাও। ঐসব গল্পে অবধারিতভাবে চলে আসে সময়ের স্রোতে আর্থসামাজিক, রাজনৈতিকভাবে বদলে যাওয়া চীন আর বাংলাদেশের নানা বিষয়ের মিল-অমিলের কথাও। উঠে আসে একই পরিবারের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে জেনারেশন গ্যাপজনিত ব্যাপারও, যেটিতে ভিন্নমাত্রা দিয়েছে হালের ডিজিটালাইজেশন ও গেøাবালাইজেশন। বাদ যায় না তাতে আবার সাতসকালে ছিনতাইকারীর পাল্লায় পড়ে কিম্বা চায়নিজ হকারের ভেল্কির বিভ্রমে চোরাইমাল কিম্বা নকল জিনিস কিনে ঠকে যাবার অডিজিটাল আশংকাও। চীন ভ্রমণ করতে করতে টাইম মেশিন ব্যতিরেকে সময়ভ্রমণ করে হিরন্ময় স্মৃতির গল্পে ভ্রমণ করতে চাইলে কেউ, অবশ্যপাঠ্য তার কুনমিং থেকে কুমিল্লা।
বইয়ের নাম | কুনমিং থেকে কুমিল্লা |
---|---|
লেখক | সেলিম সোলায়মান |
প্রকাশনী | উৎস প্রকাশন |
সংস্করণ | |
পৃষ্ঠা সংখ্যা | |
ভাষা |