মার্কস চিন্তার সহি তাফসির
আমরা পূর্ণাঙ্গ মার্কস নয়,মূলত আলোচনার চেষ্টা করেছি মার্কস-চিন্তার মৌলিকত্ব। সাথে সাথে তাও চেষ্টা করেছি,মার্কস চিন্তার কল্যাণকর দিকগুলো যাতে অন্ধকার ডিঙিয়ে আলোতে আসে। আমরা চাই মানুষের কল্যাণ,হোক সেটা যে কারো হাতে । শুদ্ধচিন্তাকে যারা গ্রাস করে কিংবা অশুদ্ধের সাথে মিশ্রণ করে,মানুষের কল্যাণের স্বার্থে তাদেরকে রুখতে হবে। স্মরণ রাখতে হবে,চিন্তার বিপ্লব ছাড়া কোনো জাতির উন্নয়ন অসম্ভব। বাংলাদেশেও হোক একটা চিন্তার বিপ্লব।