হোয়াট নেক্সট ইন দ্য ল
হোয়াট নেক্সট ইন দ্য ল বইটির ভূমিকা থেকে নেয়া:
এখানে আপনি অতীতের অনেক মামলার বর্ণনা পাবেন। এদের কতগুলাে আমাদের দেশের ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ। আইনগত নীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে এদের কতগুলাে গুরুত্বপূর্ণ। কতগুলাে মামলা নিজেই বেশ চমকপ্রদ। বারবার আপনি দেখবেন সাম্প্রতিক ঘটনাগুলােই আইন-আদালতে আবির্ভূত হচ্ছে। ফলে, সেগুলাে আমার লেখার বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিক। অতীতের অভিজ্ঞতা ভবিষ্যতের পথ দেখায়। আপনারা কেউ কেউ হয়তাে সেই মামলাগুলাের সাথে পরিচিত। যদি এমনটা হয়, তাহলে সেগুলােকে এড়িয়ে যাবেন এবং অন্যগুলাে পড়বেন যেগুলাের সাথে পরিচিত নন। কতিপয় ব্যক্তিবর্গ সম্পর্কিত আলােচনা দিয়েই আমি শুরু করেছি যারা তাদের সময়ে আইন সংস্কারের জন্য অনেক কিছু করেছেন। তাদের উদাহরণসমূহ হতে এবং একইসাথে আমাদের নিজস্ব প্রয়াস হতে আমরা শিখতে পারি। তারপর আমি আপনাদেরকে কয়েকটি বিষয় এবং প্রস্তাবের গভীর আলােচনায় নিয়ে যাব। নিগূঢ়তা হতে মাঝেমধ্যে বিচ্যুতির জন্য আমাকে ক্ষমা করবেন বলে আমি আশাবাদী। সেগুলাে আইনগত যুক্তিতে ভরপুর। আপনি সেগুলাে এড়িয়ে যেতে পারবেন না।
সেগুলাের ওপর নির্ভরশীল কোনাে মামলা না পেলে দয়া করে আপনি এড়িয়ে যাবেন। অবশেষে, বিশেষ বিষয় বাদ দিয়ে সাধারণ আলােচনা করেছি। ‘ক্ষমতার অপব্যবহার’-এর ওপর দেয়া আমার রিচার্ড ডিম্বলেবি লেকচারের আলােচনায় নিয়ে যাব। অনেকেই এটি টেলিভিশনে দেখেছেন, কিন্তু এটা পড়ে থাকবেন না। তাই আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে এটিকে রেখেছি, কারণ এটি অনেকটা একই বিষয়বস্তুর। সরকার, সংবাদপত্র, টেলিভিশন, ট্রেড ইউনিয়ন, বহুজাতিক কোম্পানি বা যেই হােক না কেন, ক্ষমতাধরের ক্ষমতার অপব্যবহার প্রতিরােধ করাই যে আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেটিও আলােচনার মধ্যে দেখাতে চেষ্টা করেছি।
এই হলাে সংক্ষিপ্তসার। এর অধিকাংশই বিতর্কিত, আর আমি সুচিন্তিতভাবেই এটা করেছি। আমি যা বলেছি তার ওপর আপনাকে চিন্তা করতে, বলতে এবং লিখতে দিয়েছি। কোনােটিই চূড়ান্ত অভিমত নয়। এটি করা হয়েছে যুক্তিতর্ক না শুনেই। এটি করা হয়েছে অন্যদের সাথে পরামর্শ না করেই। সবসময়ের মতাে আমি আমার মন পরিবর্তন করতে প্রস্তুত আছি। তাই মানেন বা না মানেন। কিন্তু দয়া করে কাজগুলাে চালিয়ে যেতে দিন।
বইয়ের নাম | হোয়াট নেক্সট ইন দ্য ল |
---|---|
লেখক | লর্ড ডেনিং |
প্রকাশনী | ঐতিহ্য |
সংস্করণ | প্রথম প্রকাশ, ২০১৯ |
পৃষ্ঠা সংখ্যা | 344 |
ভাষা | বাংলা |