পরিবার প্যাকেজ (ওয়াফি পাবলিকেশন)
দাম্পত্যের ছন্দপতন
ইসলামে বিয়ের অন্যতম মূল উদ্দেশ্য হলো স্বামী-স্ত্রীর মাঝে সুখী বন্ধন গড়ে তোলা—যেন দুটো প্রাণ একে অপরের মাঝে প্রশান্তি খুঁজে পায়। এজন্য সুখী দাম্পত্য বলতে কী বোঝায়, কীভাবে তা অর্জন করতে হয়, ধরে রাখতে হয়—এসবই আমাদের জানা প্রয়োজন। রসূলুল্লাহ (ﷺ)-এ সবকিছুই আমাদের বিশদভাবে শিখিয়ে গিয়েছেন।
সুখী সংসারের অনেক নিয়ামক রয়েছে। সুখ কখনোই শুধু শারীরিক সম্পর্ক দিয়ে লাভ করা যায় না। হ্যাঁ, স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ একান্ত মুহূর্তগুলো সুখী সম্পর্ক গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর পাশাপাশি আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তারা শারীরিক ও মানসিকভাবে কতটা স্বাচ্ছন্দ্যে সময় কাটাচ্ছেন, অর্থনৈতিকভাবে তারা কতটা সন্তুষ্ট—এসবও খেয়াল রাখা দরকার। উভয়ের ব্যক্তিত্বে মিল, ধর্মীয় বিষয়গুলোতে একই দৃষ্টিভঙ্গি—এসবও সম্পর্কের ওপর বেশ ভালো প্রভাব রাখে।
সুখী সংসারের মজবুত ভিত গড়ার পথ ইসলাম আমাদের বাতলে দিয়েছে, শিখিয়েছে নানা মূলনীতি। এই মূলনীতিগুলো মেনে চললে দাম্পত্য জীবনে ভারসাম্য নিজে থেকেই চলে আসে। এ রকম কিছু মূলনীতি নিয়েই আমাদের ‘দাম্পত্যের ছন্দপতন’।
এই গ্রন্থের লেখকদ্বয় দেখানোর চেষ্টা করেছেন কীভাবে সুখী দাম্পত্য জীবনের শক্ত ভিত গড়ে তোলা যায়—কোথা থেকে আসে নানা সমস্যার ঝড়-ঝাপটা, সেসবের মাঝে কীভাবে টিকে থাকতে হয়, এগিয়ে যেতে হয়। এছাড়া বইয়ের দ্বিতীয় অংশে আলোচনা করা হয়েছে পাত্র-পাত্রী নির্বাচন থেকে শুরু করে স্বামী-স্ত্রীর অধিকারগুলো কী কী ইত্যাদি বিষয়াদি।
ছোটদের সাথে বড়দের আদব
শিশুদের মন আয়নার মতো স্বচ্ছ। তাতে কোনো ধুলোর আস্তর পড়েনি, কোনো পঙ্কিলতার ছাপ নেই। তাই ওদের সামনে যা-ই দাঁড়ায়, তার অবিকল প্রতিচ্ছবি এতে ভেসে উঠে।
.
আমাদের সন্তানরা ডিভাইস-মুখী হবার পেছনে মূলত আমরা দায়ী। কৈশোরে তারা আমাদের কারণেই আমাদের থেকে দূরে সরে যায়। শিশু বয়সে তারা আমাদের কাছে যে আচরণ পায়, এর প্রভাব ধীরে ধীরে দেখা দিতে শুরু করে যৌবনে। যতই বড় হয়, বাবা-মার সাথে সন্তানের এক অদৃশ্য প্রাচীর দাঁড়িয়ে যায়। যে প্রাচীরের একপাশে বাবা-মা, অপর পাশে সন্তান, আর তার বন্ধুবান্ধব।
.
আমরা সব সময় পড়ে এসেছি, বাবা-মায়ের সাথে ভালো আচরণ করো, মায়ের পায়ের নীচে সন্তানের বেহেশত, বাবা-মায়ের বদদুয়া থেকে বেঁচে থাকো। নিঃসন্দেহে ইসলামে বাবা-মায়ে মর্যাদা শীর্ষে। কুরআন-সুন্নাহতে একাধিকবার জোড় দেয়া হয়েছে। তথাপি ইসলাম সন্তানের অধিকার নিয়েও কথা বলে। সন্তানের প্রতি বাবা-মায়ের আচরণ কেমন হবে, শিক্ষকের আচরণ কেমন হবে, এলাকার মুরব্বির আচরণ কেমন হবে, মোট কথা আমাদের সন্তানরা গুরুজনদের কাছে কীরূপ আচরণ পাবার হকদার, এই বিষয়ে পূর্ণ দিক নির্দেশনা দেয়। সন্তানের মণিকোঠায় জায়গা করে নিতে, বাহ্যিকভাবে তাদের অভিভাবক হবার পাশাপাশি, তাদের ভিতরের সত্ত্বারও আপন হতে এই দিক নির্দেশনাগুলোর বিকল্প নেই।
.
বক্ষ্যমাণ গ্রন্থটি শায়খ সালেহ আল-মুনাজ্জিদের অনবদ্য একটি গ্রন্থ; ‘যাদুল মুরব্বি’ গ্রন্থের বঙ্গানুবাদ, অর্থাৎ গুরুজনদের পাথেয়। শুধু বাবা-মাদের জন্যই নয়, সার্বিকভাবে গুরুজন হিসেবে আমাদের সমাজের সন্তানরা কীরূপ আচার ব্যবহার আমাদের কাছে পাবার অধিকার রাখে, এ বিষয়ে কুরআন সুন্নাহ থেকে চমৎকার সব শিক্ষা তিনি এই গ্রন্থে তুলে ধরেছেন। আজকের এই বিচ্ছিন্নতার যুগে সম্পর্কোন্নয়নে বইটি ব্যাপক ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।
বইয়ের নাম | পরিবার প্যাকেজ (ওয়াফি পাবলিকেশন) |
---|---|
লেখক | মাজদি মুহাম্মাদ আশ-শাহাভি শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ |
প্রকাশনী | ওয়াফি পাবলিকেশন |
সংস্করণ | |
পৃষ্ঠা সংখ্যা | |
ভাষা |