উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন – দ্বিতীয় পত্র ( বিপণন )
চলতি সংস্করণে আমরা চেষ্টা করেছি Content কে আরো সহস্র ও তথ্যবহুল করার। বিগত সংস্করণের ভুল-ত্রুটিগুলো এই সংস্করণটিতে সংশোধিত হয়েছে। এ সংস্করণের উল্লেখযোগ্য দিক হলো ২০১৭ সাল থেকে ২০২৩ সালের প্রশ্ন এবং এর উত্তরসংকেত বইটিতে প্রতিটি অধ্যায় ভিত্তিক CQ ও MCQ অংশে সংযোজন করেছি। তাছাড়া বইয়ের প্রতিটি অধ্যায়ের ঘিওরী জ্ঞানমূলক প্রশ্ন ও অনুধাবনমূলক প্রশ্নগুলো নতুনভাবে সাজানো হয়েছে। সৃজনশীল প্রশ্ন পদ্ধতি একটা কাঠামোবদ্ধ পদ্ধতি। এ কাঠামো মেনে Conten: গুছিয়ে একটি মাল সমত বই তৈরী করা কষ্টসাধ্য বিষয়। কি ন্তু বিগত সালের সৃলন বহুনির্বাচনী প্রশ্নগুলো পর্যালোচনা করলে লক্ষ্য করা যাবে যে, প্রতিটি বৌর্ডের প্রশ্ন আমাদের প্রণীত বইটির CQ ও MCQ অংশকে কোন না কোনোভাবে ছুঁয়ে গেছে। এজন্য আমরা জোর দিয়েই বলতে পারি যে, সৃজনশীল পদ্ধতিতে প্রণীত আমাদের বইটি পরিপূর্ণ, শুদ্ধ ও ইউনিক পর্যায়ের। বহু সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী বন্ধু আমাদের টেলিফোনে সাধুবাদ জানিয়ে সম্মানিত করেছেন। আপনাদের সকলকে আরেকবার সশ্রদ্ধ সালাম ও আদাব। বর্তমান সংস্করণের পরিমার্জন নিঃসন্দেহে শিক্ষার্থীরা উপকৃত হবে। তবে সৃজনশীল পদ্ধতি যেহেতু চলমান শিক্ষা প্রক্রিয়া তাই আমরা আপনাদের আরো মতামত পরামর্শ জানতে চাই। সবশেষে বইটির মান উন্নয়নে সম্মানিত শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের যেকোনো সুপরামর্শ সাদরে গ্রহণ করবো। বিনয়ের সাথে স্বাগত জানাই যে কোন সমালোচনার। সৃষ্টিকর্তা আপনাদের আমাদের ভালো রাখুক।
বইয়ের নাম | উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন – দ্বিতীয় পত্র ( বিপণন ) |
---|---|
লেখক | আব্দুল আহাদ মুহাম্মদ আসলাম খালেদ গোলাম কিবরিয়া খোন্দকার মোহাম্মদ আনিছুর রহমান মোঃ মোজাককার হোসেন চৌধুরী |
প্রকাশনী | কমার্স পাবলিকেশন্স |
সংস্করণ | |
পৃষ্ঠা সংখ্যা | |
ভাষা |