আধুনিক সিরিয়া মিশর সুদান এবং লিবিয়ার রাজনৈতিক ইতিহাস
আধুনিক সিরিয়া, মিশর, সুদান এবং লিবিয়ার উনিশ ও বিশ শতকের ইতিহাস নিয়ে গ্রন্থটি রচিত। জাতীয়তাবাদী আন্দোলনের ফলেই দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে দেশগুলো স্বাধীনতা অর্জন করে। প্রতিটি দেশের রয়েছে আলাদা সংস্কৃতি ও ভিন্ন রাজনৈতিক সংস্কৃতি। তবে প্রতিটি দেশের ভাষাই আরবি।
ইসলাম ও ইসলামি সাম্রাজ্যের অংশ হিসেবে ও পরে তুর্কি সাম্রাজ্যের অংশ হিসেবে দেশগুলো শাসিত হয়েছিল। পরবর্তীতে ফ্রান্স, ব্রিটেন, ইতালি ইত্যাদি ইউরোপীয় দেশের প্রত্যক্ষ বা পরোক্ষ শাসনের অধীনেও দেশগুলো ছিল। ইউরোপীয় উদারবাদ, রাজনৈতিক চিন্তা ও জাতীয়তাবাদী আন্দোলনের ফলে দেশগুলো এক সময়ে স্বাধীনতা অর্জন করে।
তবে গণতন্ত্রের পরিবর্তে একদলীয় শাসনের কারণে দেশগুলোতে ব্যক্তি স্বাধীনতা ও ভিন্নমত চর্চার সুযোগ না থাকায় সরকার বিরোধী আন্দোলন গড়ে ওঠে। একবিংশ শতকের শুরুতে লিবিয়া ও মিশরে সরকার পরিবর্তিত হলেও সুদান দ্বিখণ্ডিত হয়ে দুটি রাষ্ট্রে পরিণত হয়। অন্যদিকে এশিয়ার দেশ সিরিয়াতে গৃহযুদ্ধের ফলে অবর্ণনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে দেশটি মৃত্যুকূপে পরিণত হয়েছে এবং লক্ষ লক্ষ পরিবার অভিবাসিত হয়েছে।
বর্তমান গ্রন্থে চারটি দেশের বিকশিত হওয়ার ইতিহাস ধারাবাহিকভাবে বর্ণিত হয়েছে। ইতিহাস, ইসলামের ইতিহাস ও আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষক/শিক্ষার্থীদের জন্য গ্রন্থটি প্রয়োজনীয় বিবেচিত হবে।
বইয়ের নাম | আধুনিক সিরিয়া মিশর সুদান এবং লিবিয়ার রাজনৈতিক ইতিহাস |
---|---|
লেখক | ড. গোলাম কিবরিয়া ভুঁইয়া |
প্রকাশনী | খান ব্রাদার্স অ্যান্ড কোম্পানি |
সংস্করণ | ৩য় সংস্করণ, ২০১৬ |
পৃষ্ঠা সংখ্যা | 208 |
ভাষা | বাংলা |