দীনের পথে ফিরে আসার গল্প
এ জগত-সংসারের একমাত্র বিশ্বাসদীপ্ত প্রদীপের নাম-ইসলাম। সমগ্র পৃথিবীর প্রমাণিত ইনসাফের বাতিঘর-দীন ইসলাম। ইসলাম কেবল কোনো সুনির্দিষ্ট জাতির জন্য নয়; ইসলাম সবার জন্য এক মোলায়েম আলো। মোমের নরম আলোর মতো ইসলাম সবার হৃদয়ে প্রবেশের জন্য উন্মুখ হয়ে আছে। ইসলাম চায়, সবাই তার নরোম আলো-গন্ধ গায়ে, মুখে মাখুক। ভালোবেসে আল্লাহর একমাত্র মনোনীত ধর্মের জন্য নিজেদের বিলিয়ে দিক। ইসলাম নামক প্রশান্তি সবখানে ছড়িয়ে দিক। মানবজাতির মুখে মুখে ফুটে উঠুক সত্যের এক সহনীয় আলোকবর্তিকা! আলোয় আলোয় ভরে উঠুক এ গরিয়ান বসুন্ধরা।
যারা ইসলামের সুবাসে নিজেকে সাজিয়েছেন, তাদের একমাত্র চাওয়া হয়ে উঠে-পৃথিবীর প্রতিটি মানুষ ইসলামের সুঘ্রাণ উপভোগ করুক।
এ বই আমাদের জানাবে, আমরা খুব সহজে ইসলাম পেয়ে তার মূল্যায়ন কতোটা পেরেছি, আর যারা ইসলামের নেয়ামত থেকে এতোদিন বঞ্চিত ছিলেন, ইসলামের মতো সুমহান নেয়ামত হৃদয়ে আলিঙ্গন করে তারা কতোটা মহান আল্লাহর সন্তুষ্টির দিকে এগিয়ে গেছেন!
আসুন! বইটি পড়ি! একজন অনুসরণীয় ইসলামের দাঈ হিসেবে নিজেকে গড়ি তুলি!
বইয়ের নাম | দীনের পথে ফিরে আসার গল্প |
---|---|
লেখক | আমিন আশরাফ |
প্রকাশনী | আল ইখলাছ পাবলিকেশন্স |
সংস্করণ | 1 2022 |
পৃষ্ঠা সংখ্যা | 160 |
ভাষা | বাংলা |