দ্য ওয়ান মিনিট মাদার
মায়েদের প্রতি চিঠি
নিজের অভিজ্ঞতা থেকে আপনি এ কথাটি অবশ্যই জেনে থাকবেন, একজন ভালো মা হতে চাইলে এক মিনিটেরও বেশি সময়ের প্রয়োজন হয়।
তবে, আপনার সন্তানদের সাথে মাত্র এক মিনিটে যোগাযোগ স্থাপন করার বেশকিছু কৌশল রয়েছে যা খুবই ফলপ্রসূ। এই কৌশলগুলো খুবই সাধারণ। আমি খুব ভালো করেই জানি এই কৌশলগুলো সম্পর্কে জানার পর এগুলো যে আদৌ কোনো কাজে দেবে তা বিশ্বাস করা আপনার পক্ষে কষ্টকর হয়ে দাঁড়াবে।
তবুও অন্যান্য বাবা-মায়েরা যেমন সফলতার সাথে কাজটা করছে, আপনিও সম্ভবত সেভাবে কাজ করতে চাইবেন। বাচ্চাদের সাথে যোগাযোগ স্থাপনের যে তিনটি পদ্ধতি সম্পর্কে আপনি এই বইটিতে পড়তে চলেছেন, যতক্ষণ না সেগুলো প্রকৃতই নিজের বাড়িতে এক মাসের জন্য ব্যবহার করেছেন, এগুলো সম্পর্কে কোনোপ্রকার সিদ্ধান্তে আসা বা রায় দেওয়া থেকে বিরত থাকুন।
পদ্ধতিগুলো ব্যবহার করার পর এগুলোর কার্যকারিতা নিজেকে দিয়েই বিচার করুন এবং রায় দিন। পদ্ধতিগুলো আপনার সন্তানদের আচরণ উন্নয়নের ক্ষেত্রে কতটা অবদান রেখেছে সেটি দেখুন। আপনার সন্তানদের জিজ্ঞেস করুন নিজেদের সম্পর্কে তারা কতটা ভালো বোধ করছে।
আমি নিশ্চিত আমি ও অন্যান্য পিতামাতারা আমাদের সন্তানদের কাছ থেকে যা পেয়েছি আপনিও আপনার সন্তাদের কাছ থেকে তা-ই পাবেন। সন্তান ও পিতামাতা উভয়ের দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করলে দেখতে পাবেন কৌশলগুলো কাজ করছে। -স্পেনসার জনসন
বইয়ের নাম | দ্য ওয়ান মিনিট মাদার |
---|---|
লেখক | স্পেনসার জনসন |
প্রকাশনী | গ্রন্থরাজ্য |
সংস্করণ | প্রথম প্রকাশ, ২০২০ |
পৃষ্ঠা সংখ্যা | 112 |
ভাষা | বাংলা |