দ্য সেভেন হ্যাবিটস অব হাইলি এফেক্টিভ পিপল
সফলতা কে না চায়? যে কোনো দৃষ্টিকোণ থেকে বিচার করলে মানুষের জীবনের একটিমাত্র লক্ষ্য বেরিয়ে আসে আর তা হলো সফলতা,কিন্তু কাঁথা মুড়ি দিয়ে বিছানায় শুয়ে স্বপ্ন দেখলেই সফলতা আসে না। সফল হতে হলে কিছু নীতিমালা নিজের মধ্যে ধারণ করার জন্য স্টিফেন আর. কোভি তাঁর অত্যন্ত জনপ্রিয় গ্রন্থ দ্য সেভেন হ্যাবিটস অব হাইলি এফেক্টিভ পিপল এ সাতটি অভ্যাসের প্রতি জোর দিয়েছেন। সতর্ক হওয়া; মনের শেষ থেকে শুরু করা; প্রথম জিনিসকে প্রথমে রাখা; জয়ের ভাবা/জয়লাভ করা; প্রথমে বুঝতে চাওয়া,তারপর বুঝা; সমন্বয় সাধন এবং অস্ত্রকে শান দেয়া। স্টিফেন এই নীতিমালার কৃতিত্ব দাবি না করে বরং বলেছেন যে এগুলো তার নিজস্ব নয়,এগুলো সবসময়ই প্রকৃতিতে বিদ্যমান ছিল। সমগ্র বিশ^ বদলে গেলেও এই নীতিমালা কখনো বদলায় না। সৃষ্টির শুরু থেকে যারাই এসব নীতিমালা বিশ্বাস,চর্চা ও ধারণ করেছেন,কেবল তারাই সফল হতে পেরেছেন। সাফল্যের পরিবেশ কখনোই কারুর জন্য তৈরি ছিল না। একে সবসময় তৈরি করে নিতে হয়েছে। আর একক প্রচেষ্টায় সফলতা আসে না। নিজস্ব শ্রম,মেধা,চর্চার পাশাপাশি চারপাশের জগতকে আপন করে নিতে পারলেই সাফল্যের সোনার হরিণ ধীরে ধীরে ধরা দিতে আসে। সফলতার সংক্ষিপ্ত কোনো রাস্তাও নেই। মানুষকে কাজ করতে হয়,নীতি মানতে হয়,মেধার চর্চা করতে হয়,চরিত্র নির্মাণ করতে হয়,সমন্বয় সাধন করতে হয়,বিষয়ের গভীরে যেতে হয়,সমস্যার মূল বের করে নিতে হয় এবং তারপর পুরো বিষয়টি আয়ত্তে আনতে হয়। কিন্তু রাস্তা ও গন্তব্য জানা না থাকলে মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে? তার সমস্ত মেধা,চেষ্টা,তৎপরতা বিফল হতে বাধ্য। কাজেই কেবল সফল হতে চাইলেই চলে না,প্রকৃত পথ ধরে এগিয়ে এগিয়ে যেতে হয়। আর সেই সুনির্দিষ্ট পথের নিখুঁত সন্ধান দেয়া রয়েছে স্টিফেন আর. কোভি’র দ্য সেভেন হ্যাবিটস অব হাইলি এফেক্টিভ পিপল গ্রন্থে। জগতের সমস্ত সফল মানুষদের উত্তরণের কারণই হলো এই বইয়ের মূল উপজীব্য।
বইয়ের নাম | দ্য সেভেন হ্যাবিটস অব হাইলি এফেক্টিভ পিপল |
---|---|
লেখক | স্টিফেন আর. কোভি |
প্রকাশনী | চর্চা গ্রন্থ প্রকাশ |
সংস্করণ | |
পৃষ্ঠা সংখ্যা | |
ভাষা |