বাইতুল্লাহর মুসাফির মোফাচ্ছির হোসেন এর মতামত
মোফাচ্ছির হোসেন @ August 22, 2022
আদীব হুজুরের হজ্বের সফরনামা- বাইতুল্লাহর মুসাফির এক কথায় অসাধারণ! হজ্বের অন্তর্নিহিত তাৎপর্য, হজ্বের মাধ্যমে বান্দা আল্লাহ তা’আলার কত সন্নিকটে আসতে পারে, নবীপ্রেমের কেমন অপার্থিব স্নিগ্ধ ও শীতল পরশ বয়ে যায় উম্মতের দেহমনে তা অনবদ্য ভাষায় ফুটে উঠেছে এই সফরনামায়। পাশাপাশি হযরত মোহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর (রহ.) এর জীবনের বিভিন্ন দিকও লেখক তুলে ধরেছেন প্রসঙ্গক্রমে কারণ হজ্বের সফরে হাফেজ্জী হুজুর রহ. সফরসঙ্গী ছিলেন তাঁরা। হাফেজ্জী হুজুর রহ. আল্লাহ তাআলার কত নেক বান্দা ও ওলী ছিলেন তা এই বইয়ের মাধ্যমে কিছুটা হলেও অনুধাবন করা যায়।
আদীব হুজুরের হজ্বের সফরনামা- বাইতুল্লাহর মুসাফির এক কথায় অসাধারণ! হজ্বের অন্তর্নিহিত তাৎপর্য, হজ্বের মাধ্যমে বান্দা আল্লাহ তা’আলার কত সন্নিকটে আসতে পারে, নবীপ্রেমের কেমন অপার্থিব স্নিগ্ধ ও শীতল পরশ বয়ে যায় উম্মতের দেহমনে তা অনবদ্য ভাষায় ফুটে উঠেছে এই সফরনামায়। পাশাপাশি হযরত মোহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর (রহ.) এর জীবনের বিভিন্ন দিকও লেখক তুলে ধরেছেন প্রসঙ্গক্রমে কারণ হজ্বের সফরে হাফেজ্জী হুজুর রহ. সফরসঙ্গী ছিলেন তাঁরা। হাফেজ্জী হুজুর রহ. আল্লাহ তাআলার কত নেক বান্দা ও ওলী ছিলেন তা এই বইয়ের মাধ্যমে কিছুটা হলেও অনুধাবন করা যায়।