বড়দের সোনালি উপদেশ
তালাবা কি লিয়ে তারবিয়েতি ওয়াকিআত নামক গ্রন্থটি অনুবাদের উদ্দেশ্য হলো, দীনি মাদারিসের ছাত্রদের অন্তরে ইলমে দীনের বড়ত্ব ও গুরুত্ব সৃষ্টি করার সঙ্গে সঙ্গে তাদের আত্মশুদ্ধি, কর্ম সংশোধন, সঠিক দৃষ্টিভঙ্গি ও চিন্তাধারায় উৎসাহিত করা,যাত তাদের শিক্ষাজীবন বেশি থেকে বেশি ফলপ্রসূ হয় এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। আর মাদরাসা থেকে এমন ফারেগিন উম্মতের ভাগ্যে আসে; যারা এক দিক থেকে ইলমি যোগ্যতায় নিজের উপমা নিজেই হবে। অন্যদিকে আমলি জিন্দেগী যাপনেও ঈর্ষাযোগ্য হবে।
উক্ত গ্রন্থটি এ ইসলাহি প্রচেষ্টারই একটি গুরুত্বপূর্ণ অবলম্বন। আর এ সকল বাণী ও উক্তি সামনে রেখে ছাত্রজীবনে চললে ইনশাআল্লাহ ইলম অর্জনের পথ সহজ হয়ে যাবে। অন্তরে আবেগ সৃষ্টি হবে। জীবনে বরকত আসবে। রূহানিয়্যত ও পরহেজগারিতা অর্জিত হবে। শুধু ইলম অর্জন তথা হরফ ও শব্দের খেয়াল থাকবে না; বরং আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের মাধ্যম হয়ে যাবে।
বইয়ের নাম | বড়দের সোনালি উপদেশ |
---|---|
লেখক | মাওলানা রুহুল্লাহ নকশবন্দী |
প্রকাশনী | শায়খুল ইসলাম প্রকাশন |
সংস্করণ | প্রথম প্রকাশ, ২০২৪ |
পৃষ্ঠা সংখ্যা | 224 |
ভাষা | বাংলা |