বই : যেমন ছিলেন আকাবিরে দেওবন্দ

মূল্য :   Tk. 230.0   Tk. 161.0 (30.0% ছাড়)
 

জীবন এবং মরন । অতীত এবং বর্তমান। অতীতের সচিত্র প্রতিবেদনই যেন বর্তমান। নীল সামিয়ানার নিচে এ যে সবুজ পৃথিবীটা সজীব, অপরূপ- তা আজকেই এমন দেখাচ্ছে না। বহুকাল আগ থেকেই এটা এমন। পাল্টেছে মানুষ। পাল্টেছে মানুষের জীবনধারা। যুগে যুগে মানুষের সুখানন্দ, উত্থান-পতনে হাওয়ার তালে নেচে চলা এ তরঙ্গ, আকাশ-যমিন যেন সবকিছুর নিরব সাক্ষী । প্রতি বর্ষাতেই যেমন বৃষ্টি হয়, সব বসন্তে যেমন গাছে গাছে নতুন পাতা জন্মায়, ফোটে নানা রঙের নানা বর্ণের ফুল, ঠিক যেন মানুষের জীবন । যুগে যুগে মানুষ একই ভুল বারবার করে। অতীত দেখার, সতর্ক হবার যেন একদম ফুরসত নেই। যাদের উপর রহমানের রহম ঝর্ণা বহে, সাথে থাকে রব-নুসরত, সে অতীত দেখে, অতীত ঘাঁটে এবং সিদ্ধান্ত নেয়। সামনে চলার রাস্তাটা ভেবে ভেবে তৈরি করে। এতে শুধু সে একাই বিপদ থেকে বাঁচে না, বরং হাজার মানুষকেও বাঁচায় । আকাবিরে দেওবন্দ। একটা সুবাসিত পুষ্প কানন। পাহাড়ের বুক চিড়ে বয়ে চলা মিঠা পানির তৃষ্ণা নিবারণী নির্ঝরণী। সিরাতে মুস্তাকিমে চলার অনুসরণীয় সোজা রাস্তা। এর পেছনে যে সকল প্রবাদ পুরুষ, তারকা ব্যক্তিত্ব আছেন- প্রত্যেকেই যেন একটা পৃথিবী। একটা আদর্শ। সাহাবাদের প্রতিবিম্ব। নবি-রাসুলদের আলোচ্ছটা। আমাদের প্রাণাধিক প্রিয় রাসুল, হাবিবে কিবরীয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, অজ্ঞতা ও পাপের আঁধার দূরকারী সূর্য হয়ে পৃথিবীতে এসেছিলেন। জাহেলিয়াতের নৃশংসতা আর পৈশিচকতা নির্মূল করার জন্য যার আগমন হয়েছিল। মূর্তি ও বস্তুপূজার জঘণ্য কালোছায়া থেকে মানুষকে মুক্তি দিয়ে এক আল্লাহর ইবাদত, তার দেখানো পথে চলার দিকে ফেরাবার জন্য যিনি নিজেকে উৎসর্গ করেছেন তাঁর সাহাবাসহ। পৃথিবীর মানুষের সামনে তিনি রেখেগেছেন শান্তি কি, সফলতা কোন পথে, আত্মতৃপ্তি ও তুষ্টি কিসে- এসব কিছুর দৃষ্টান্ত। কুরআনি একটা সমাজ কায়েম করে পৃথিবীকে একটা আদর্শ উপহার দিয়েছেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ সুন্দর সমাজ গঠনে, আল্লাহ প্রদত্ত আদর্শ বাস্তবায়নে যেসকল বাধার মুখোমুখি হয়েছেন, তাঁর বিরুদ্ধে যত ষড়যন্ত্রের ফাঁদ তৈরি হয়েছিল, তাঁর ইন্তেকালের হাজার বছর পরও নতুন করে সেসব সমস্যা, বাঁধা ও প্রতিকূলতার সূচনা ঘটেছে এ উপমহাদেশে। বৃটিশ বেনিয়া তথা ইংরেজদের কালো থাবা এ উপমহাদেশের মুসলমানদের উপর নেমে এসেছিল অসহনীয় পৈশাচিক নির্যাতন আর ইমান নষ্ট করার নীল ষড়যন্ত্র। আফসোসের বিষয়, তখনও হাজারও মুসলমান সুখ নিদ্রা আর বিলাসিতায় বিভোর ছিল। না বুঝে যারা তাঁদের বন্ধু, তাঁদের আজাদির জন্য যারা নিবেদিত, সেসব আলোর মিনারদের বিরুদ্ধেই তাদের অবস্থান ছিল। আল্লাহর অশেষ মেহেরবানী, আকাবিরে দেওবন্দ কখনও উম্মাহকে স্রোতের মুখে ঠেলে দেননি। তারা তাদের রক্তের নজরানা, নির্যাতনের শৃঙ্খল ও স্বজনের কুরবানির মাধ্যমে উম্মাহর মুক্তির লড়াই থেকে সামান্য সময়ের জন্যও থেমে যাননি। কখনও নিজের সুখ, সফলতার কথা ভাবেননি। এমন কয়েকজন সিংহপুরুষদের জীবনি নিয়ে বক্ষমান রচনাটি।

বইয়ের নাম যেমন ছিলেন আকাবিরে দেওবন্দ
লেখক জিয়াউর রহমান ফারুকি শহিদ রহ.  
প্রকাশনী আল ইখলাছ পাবলিকেশন্স
সংস্করণ
পৃষ্ঠা সংখ্যা
ভাষা

জিয়াউর রহমান ফারুকি শহিদ রহ.