দ্য ওয়ার্ডস অব পিস
অনুবাদক: সাখাওয়াত মজুমদার
শান্তিসমগ্র পৃথিবীর সকল প্রাণীরই কাঙ্খিত। পৃথিবীব্যাপী শান্তি আনতে প্রাণ দিয়েছেন অনেক মানুষ। শান্তি আনয়নকারী এসব মানুষের মধ্যে অনেকের নাম অজানা। তবে পৃথিবীতে শান্তি আনতে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদের নাম বিশ^ ইতিহাসে স্বণার্ক্ষরে লিপিবদ্ধ রয়েছে। শান্তি আনয়নকারী কিংবা শান্তির বার্তা প্রদানকারী সেই সব বীরদের দেওয়া হয় নোবেল শান্তি পুরস্কার। তাঁদের মহান বক্তব্যের কিছু উল্লেখযোগ্য অংশবিশেষ ‘ দ্য ওয়ার্ডস অব পীস’ নামের এই ছোটো বইটিতে সন্নিবেশিত করা হয়েছে। এখানে উল্লেখ করা হয়েছে নোবেল পুরস্কার প্রাপ্তির লেকচার যা অসলোতে শান্তিতে নোবেল বিজয়ী সেইসব মহান ব্যাক্তিরা প্রদান করেছিলেন কিংবা করতে চেয়েছিলেন।
সেইসব শান্তি আনয়নকারী বীরদের বার্তা এই বইটিতে রয়েছে যারা তাদের স্ব—স্ব ক্ষেত্রে শান্তি আনয়ন করতে বিভিন্ন অভাবনীয় পথ খুঁজে নিয়েছিলেন। আলফ্রেড নোবেল তাঁর নোবেল শান্তি পুরস্কারের ঘোষণায় বলেছিলেন “যারা যুদ্ধ বিরতি আনয়ন করবে এবং নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় ভূমিকা রাখবে তাদের জন্য এই পুরস্কার এবং সেই সব শান্তির বীরদের জন্য যারা দেশসমূহের মধ্যে ভ্রাতৃত¦ উন্নয়নে ভূমিকা রাখবেন।” নোবেল পুরস্কার প্রথম প্রদান করা হয় ১৯০১ সালে। তখন থেকেই নোবেল কমিটি আলফ্রেড নোবেলের শেষ উক্তিটিকে জোর দিয়ে নোবেল শান্তি পুরস্কারের ক্ষেত্রকে আরও প্রসারিত করে।
বইয়ের নাম | দ্য ওয়ার্ডস অব পিস |
---|---|
লেখক | ইরভিন আব্রামস |
প্রকাশনী | শোভা প্রকাশ |
সংস্করণ | |
পৃষ্ঠা সংখ্যা | |
ভাষা |