কালজয়ী সাংবাদিক আবুল কালাম শামসুদ্দীন জীবন ও সাধনা
বহুমুখি প্রতিভার অধিকারী আবুল কালাম শামসুদ্দীন (১৮৯৭- ১৯৭৯) ছিলেন বাঙালি মুসলিম সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ। গত শতকের ত্রিশের দশক থেকে আমৃত্যু সাংবাদিকতা পেশায় যুক্ত থেকে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। দীর্ঘ সাংবাদিক জীবনে তিনি বিভিন্ন পত্রপত্রিকায় সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তবে ইতিহাসখ্যাত দৈনিক 'আজাদ' পত্রিকায় দীর্ঘ ২২ বছর (১৯৪০-১৯৬২) সম্পাদকের দায়িত্ব পালন করে স্মরণীয় হয়ে আছেন।
সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যচর্চায়ও তিনি খ্যাতি অর্জন করেন। সৃষ্টিশীল সাহিত্যের পাশাপাশি সমালোচনা সাহিত্য এবং অনুবাদের ক্ষেত্রে তাঁর দক্ষতার পরিচয় পাওয়া যায়। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মহাকবি হোমারের কালজয়ী মহাকাব্য 'ইলিয়ড' তিনি প্রথম বাংলায় অনুবাদ করে খ্যাতি অর্জন করেন। মহাকবি কায়কোবাদের অমর মহাকাব্য 'মহাশ্মশান'- এর সমালোচনা 'মহাশ্মশান কাব্য' প্রবন্ধ রচনা করে বাংলা সাহিত্যে আলোড়ন তুলেছিলেন।
কাজী নজরুল ইসলামের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা'র প্রথম সমালোচনা করেছিলেন তিনি এবং তাঁকে বাংলার জাতীয় কবি হিসেবে অভিহিত করেছিলেন ১৯২৭ সালে। অসম্প্রদায়িক ও প্রগতিশীল চেতনায় শানিত ছিল তাঁর হৃদয়। অদ্বৈত মল্লবর্মণের বিখ্যাত উপন্যাস 'তিতাস একটি নদীর নাম' তিনি মাসিক 'মোহাম্মাদী' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ করেন। শিল্পাচার্য জয়নুল আবেদিনকে কলকাতা আর্ট কলেজে ভর্তির ব্যবস্থাও তিনি করেছিলেন। সাংবাদিকতা ও সাহিত্যচর্চার পাশপাশি রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর পুলিশের গুলিবর্ষণ ও ছাত্রহত্যার প্রতিবাদে তিনিই প্রথম প্রাদেশিক আইন পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করে স্মরণীয় হয়ে আছেন। ভাষা শহিদদের স্মৃতিতে নির্মিত শহিদ স্মৃতিস্তম্ভ (শহিদ মিনার) তিনি ২৬ ফেব্রুয়ারি প্রথম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। ১৯৬৯ সালে তৎকালীন অবিভক্ত পাকিস্তানের শাসক আইয়ুব খানের গণবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে তিনি তাঁর দেয়া রাষ্ট্রীয় খেতাব 'সেতারা-এ-খিদমত' (১৯৬১) ও 'সিতারা-ই-ইমতিয়াজ' (১৯৬৭) ত্যাগ করে দৃষ্টান্ত স্থাপনে সক্ষম হন।
আবুল কালাম শামসুদ্দীন ছিলেন বিবেকী ও প্রতিবাদী চেতনার সাংবাদিক। একজন সাংবাদিকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে তিনি সবসময় সচেতন থাকতেন এবং জনতার সঙ্গে আত্মীয়তায় ও একাত্মায় ছিলেন নিবেদিতপ্রাণ। সাংবাদিক হিসেবে তাঁর জনপ্রিয়তা ও দুঃসাহসী ভূমিকার কথা সর্বজনবিদিত। সাংবাদিকতার মহান পেশায় নিয়োজিত সাংবাদিকগণ গ্রন্থটি পাঠে প্রভূত উপকৃত হবেন। নতুন প্রজন্মের ইতিহাস সচেতন শিক্ষার্থীগণ এই বইয়ে খ্যাতিমান সাংবাদিক আবুল কালাম শামসুদ্দীনের সাধনা ও কর্মময় জীবন সম্পর্কে জানার সুযোগ পাবেন।
বইয়ের নাম | কালজয়ী সাংবাদিক আবুল কালাম শামসুদ্দীন জীবন ও সাধনা |
---|---|
লেখক | ড. মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন |
প্রকাশনী | সূচীপত্র |
সংস্করণ | প্রথম প্রকাশ, ২০১৯ |
পৃষ্ঠা সংখ্যা | 288 |
ভাষা | বাংলা |