বই : الإملاء الميسر (আল-ইমলাউল মুয়াস্সার)

মূল্য :   Tk. 80.0
 

কাওয়াইদুল ইমলা তথা আরবি লেখার নিয়ম-নীতি ও যতিচিহ্ন ব্যবহারের চর্চা আমাদের দেশে খুব কম পরিলক্ষিত হয়। এর প্রতি সঠিকভাবে গুরুত্বারোপ না করার কারণে এদেশে মুদ্রিত আরবি বইপত্রগুলোতেও এই সংক্রান্ত ভুলের মাত্রা অধিক পরিমাণে দেখা যায়। বিশেষত পাঠ্যবইগুলোর প্রাচীন মুদ্রণে তো কাওয়াইদুল ইমলার প্রতি অবহেলার মাত্রা সীমাছাড়া । ফলে তালিবুল ইলমরাও আরবি কিছু আয়ত্ত করে নিতে পারলেও লেখার সঠিক নিয়ম-কানুন ও যতিচিহ্নের ব্যবহার বিষয়ে অনভিজ্ঞ থেকে যায় ।

এই বিষয়গুলোকে বিবেচনা করে জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারীর উদ্যমী ও তরুণ লেখক উস্তায আজিম উদ্দীন সাহেব, কাওয়াইদুল ইমলাকে অত্যন্ত সহজ-সরলভাবে উপস্থাপন করে গ্রন্থটি রচনা করেছেন । নাম থেকেই অনুমিত হয় যে, এটি প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক সব স্তরের তালিবুল ইলমদের জন্যই প্রযোজ্য। এর সরল বিন্যাসের কারণে যাদের এই সম্পর্কে আগে থেকে বিন্দুমাত্র জানাশোনা নেই, তারাও উপকৃত হতে পারবে ।

আল্লাহ তাআলা তাঁর এই খিদমতকে কবুল করে নিন। ইলম ও আমলে বরকত দান করুন। তাঁর কলমে আরও উপকারী কিতাবসমূহ আসুক- এই প্রত্যাশা করছি।

– আবদুল্লাহ আল মাসউদ

বইয়ের নাম الإملاء الميسر (আল-ইমলাউল মুয়াস্সার)
লেখক উস্তায আজিম উদ্দিন  
প্রকাশনী দারুল লুগাতিল আরাবিয়া বাংলাদেশ
সংস্করণ
পৃষ্ঠা সংখ্যা
ভাষা

উস্তায আজিম উদ্দিন