#দুনিয়ার রূপসীদের অবস্থা
যদি সদৃশ্য দুনিয়ার রূপসীদের মহব্বত বাড়তে থাকে তাহলে পরে যখন তাদের হাকীকত পরিবর্তন হয়ে যাবে, চেহারা-ডিজাইন পাল্টে যাবে, গর্দান উটের মত হয়ে যাবে, গাল ভেতরে ঢুকে যাবে, দাঁত হাতির মত মুখের বাইরে এসে যাবে, দাঁত এসে ঠোটকে ঢেকে দিবে, তখন আমার ঐ কবিতাটি পড়তে হবে যা আমি মীর সাহেবের জন্য লিখেছিলাম। তবে এটি শুধু মীর সাহেবের জন্য নয় বরং আমার জন্য, আপনার জন্য, সবার জন্য ।

حسینو کا جگرافیہ میر بدلا کہاں جاو گے اپنی تاریخ لے کر

সুন্দরীদের সীমারেখা পাল্টে যাবে,

কোথায় যাবে এ ইতিহাস কিছুই তো না রবে ।

এটা হল তারা গণনার ইতিহাস, দুঃখের ইতিহাস, রোদন ও কান্নার ইতহাস, অশ্রু ঝরার ইতিহাস। এসব কী হল! কোথায় গেল সেই সোনালী ইতিহাস? আকাশের তারকার মত যমীনের উপরেও ঝলমল ঝলমল উজ্জ্বল কিছু তারকা প্রসারিত হয়ে আছে এগুলোও ধ্বংসশীল।

আরেফ বিল্লাহ হযরত মাওলানা মুহাম্মদ হাকীম আখতার


মাওলানা শাহ হাকীম মোহাম্মদ আখতার সাহেব (রহ)