কাশ্মীরের কান্না
কাশ্মীর এই উপমহাদেশের বুকে এমনই এক ভাগ্যবিড়ম্বিত জনপদ, যেখানকার মানুষ সুদীর্ঘ অর্ধশতাব্দীরও অধিককাল ধরে আযাদীর জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কাশ্মীর, হাজারো মুসলিম নারীর লুণ্ঠিত সম্ভ্রম, নির্যাতিত মুজাহিদদের হাহাকার, স্বাধীনতাকামী তরুণ-যুবকদের আর্তচিৎকারের মাঝেও প্রতিনিয়ত এখানে আকুল আওয়াজ ওঠে স্বাধীনতার।
অথচ বিশ্ববিবেক যেন কাশ্মীরের ব্যাপারে এখনও মুখে কুলুপ এঁটে রয়েছে। পাশ্চাত্য ইহুদীবাদী এবং ভারতীয় ব্রাহ্মণ্যবাদী মিডিয়া কাশ্মীরী জনতার এই আযাদী-আন্দোলনকে সন্ত্রাস, বিচ্ছিন্নতাবাদ আখ্যা দিয়ে বিশ্বাবাসীকে ধোকা দিয়ে চলেছে। তাই কাশ্মীরের জমিনে হাজারো শহীদের খুন চাপা পড়ে যাচ্ছে, সেখানকার সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের কুরবানী, আযাদীর জন্য তাদের হাহাকার, তাদের সংগ্রাম, আশা-আকাক্সক্ষা সঠিকভাবে তুলে ধরার গরজ খুব কমই চোখে পড়ে। পত্র-পত্রিকায় সেখানকার সংঘাতের, হতাহতের খবরই কেবল চোখে পড়ে।
কাশ্মীর সম্পর্কে জানার আগ্রহের কমতি নেই বাংলাদেশের মানুষের। তাদের জীবনযাত্রা, সামাজিক ও ভৌগোলিক অবস্থা, তাদের ইতিহাস-ঐতিহ্য, সংগ্রাম ও কুরবানীর সামান্যতম অংশ নিয়ে রচিত হলো কাশ্মীরের কান্না