ফুলস্ট্যাক ডেভেলপমেন্ট - কানেক্টিং দ্য ডটস
বইটিতে যারা সফটওয়্যার ডেভেলপার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান তাদের জন্য অত্যন্ত চমৎকারভাবে পূর্ণাঙ্গ একটি গাইডলাইন দেয়া হয়েছে। বর্তমানে যেহেতু বেশিরভাগ কাস্টমাইজড সফটওয়্যারই ওয়েব বেজড হয়ে থাকে এবং লেখক নিজেও একজন ওয়েব এপ্লিকেশন ডেভেলপার তাই লেখক মূলত ওয়েব এপ্লিকেশন ডেভেলপমেন্টকে ফোকাস করেই বইটি সাজিয়েছেন।
যারা সফটওয়্যার ডেভেলমেন্টে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক কিন্তু বুঝে উঠতে পারছেন না যে কোন পথে আগাবেন, কি কি শিখবেন তাদের জন্য এই বইটি অবশ্যই পড়া উচিত। এমনকি যারা ইতোমধ্যেই সফটওয়্যার ডেভেলপমেন্টে আছেন কিন্তু ক্যারিয়ারের শুরু কিংবা মাঝামাঝি অবস্থায় এসে যথেষ্ট উন্নতি হচ্ছে না বলে হতাশায় ভুগছেন তাদেরও উচিত হবে বইটি পড়ে এর গাইডলাইন পুরোপুরি অনুসরণ করা।
একজন ডেভেলপারের কি কি বিষয় জানা উচিত, কি কি বিষয়ে দক্ষতা অর্জন করা উচিত, একটা সফটওয়্যার তৈরি করতে কি কি টেকনোলজির প্রয়োজন পড়ে; একটা সফটওয়্যার কোম্পানী সফটওয়্যার তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত কোন কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, কি কি টুলস টেকনোলজি মেথডলজি ব্যবহার করে, কোনটার কাজ কি এগুলো সংক্ষিপ্ত কিন্তু সহজভাবে তুলে ধরেছেন লেখক তার বইটিতে। ফলে একজন ডেভেলপারের জন্য তার কি কি শেখা উচিত, কোন কোন টুলস ও টেকনোলজিতে দক্ষতা অর্জন করা উচিত তা বুঝতে পারা অনেক সহজ হয়ে যাবে।
বইটির যে বিষয়গুলো আপনাকে মুগ্ধ করতে পারে তার মধ্যে অন্যতম হল বইয়ের শেষে সংযোজিত বিভিন্ন টেকনোলজি শেখার রেফারেন্সগুলো। বিভিন্ন টেকনোলজি শেখার জন্য ভাল মানের ইউটিউব চ্যানেল ও বইয়ের নাম সার্চ করতে আমাদের অনেক সময় ব্যয় হয়। কিন্তু বইটিতে দেয়া রেফারেন্সগুলো সেই সময়টা বাঁচিয়ে দিতে পারে।
লেখক বইটিতে বর্ণনা করা প্রায় সবগুলো টেকনোলজি শেখার জন্য ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট ও বইয়ের নাম রেফারেন্সে সংযুক্ত করেছেন যা তাঁর বছরের পর বছর যাবত পড়াশোনা, ঘাঁটাঘাঁটি, সাধনার প্রমাণ বহন করে। শুধুমাত্র এই রেফারেন্সগুলোর জন্যও যদি কেউ বইটি সংগ্রহ করে তাহলেও তাতে অবাক হওয়ার কিছু নেই।
বইয়ের নাম | ফুলস্ট্যাক ডেভেলপমেন্ট - কানেক্টিং দ্য ডটস |
---|---|
লেখক | এইচ এম নাঈম |
প্রকাশনী | প্রিয়মুখ প্রকাশন |
সংস্করণ | প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০২১ |
পৃষ্ঠা সংখ্যা | 272 |
ভাষা | বাংলা |