ইসলামী সঙ্গীত
সম্পাদক : মুফতি শাহাদাত হোসাইন
*নামাযকে বলো না কাজ আছে* নামাযকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামায আছে। (২ বার) নামাযবিহীন পরপারে কী জবাব দিবে তুমি প্রভুর কাছে নামাযকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামায আছে। ফজর কাটে ঘুমের ঘোরে, জোহর কাটে কাজে আসর কাটে খেলায় ধুলায়, মাগরিব মাঝে মাঝে। (২বার) এশার সময় হয়ে এলে থাকো মিছে দুনিয়ার পিছে নামাযকে বলো না কাজ আছে, নামাযবিহীন পরপারে কী জবাব দিবে তুমি প্রভুর কাছে প্রভুর হুকুম মানো রে ভাই থাকো যেথায় সময় গেলে পরে না ফিরে, মরণ তোমায় লইবে ঘিরে। (২বার) জেনে রেখো মরণ তোমার অতি কাছে নামাযকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামায আছে। নামাযবিহীন পরপারে কী জবাব দিবে তুমি প্রভুর কাছে নামাযকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামায আছে। (২ বার)
বইয়ের নাম | ইসলামী সঙ্গীত |
---|---|
লেখক | |
প্রকাশনী | মাকতাবায়ে ত্বহা |
সংস্করণ | |
পৃষ্ঠা সংখ্যা | |
ভাষা |