মদিনার ফজিলত
ভূমিকা
মদিনার ফজিলত ও মর্যাদা!
কুরআন ও হাদিসের আলোকে মদিনার নামসমূহ কোনো নগরীর একাধিক নাম থাকা তার মর্যাদা প্রকাশ করে। মদিনার যতোনাম পাওয়া যায়, এর এক চতুর্থাংশ নামও অন্য কোনো শহরের নেই। উলামায়ে কেরাম মদিনার প্রায় একশত নাম বর্ণনা করেছেন। মদিনার বিখ্যাত কিছু নাম হচ্ছে- ১. মদিনা! অর্থ- শহর। এটা (মদিনার) সবচেয়ে প্রসিদ্ধ নাম। তবে সাধারণভাবে ‘মদিনা’ শব্দটি ব্যবহৃত হলে মদিনা মুনাওয়ারাই উদ্দেশ্য হয়। আল্লাহ তা’য়ালা কুরআনের বহু জায়গায় মদিনার নাম উল্লেখ করেছেন। যেমন: وَمِمَّنْ حَوْلَكُمْ مِنَ الْاَعْرَابِ مُنَافِقُوْنَ وَمِنْ اَهْلِ الْمَدِيْنَةِ مَرَدُوْا عَلَى النِّفَاقِ۔ তোমাদের আশপাশে যে বেদুইনরা রয়েছে তাদের অনেকেই মুনাফিক। মদিনার কিছু লোকও মুনাফেকিতে অনড়। (সূরা তাওবা: ১০১)
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনায় আসার আগে এ নগরীর নাম ছিল ইয়াসরিব। নুহ (আ.)-এর এক ছেলের নাম ছিল ইয়াসরিব। তাঁর বংশধরদের সংখ্যা বেড়ে যাওয়ায় তিনি মদিনায় এসে বসবাস করেন। তাঁর নামানুসারে এ শহরের নাম ইয়াসরিব রাখা হয়। ইয়াসরিব অর্থ অভিযুক্ত করা বা ধমক দেয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হিজরতের পর এ নগরীর নাম রাখা হয় মদিনা। কোন নামে ডাকবো ‘মদিনা’ নাকি ‘ইয়াসরিব’? আল্লাহ তা’য়ালা কুরআনুল কারিমে মদীনা শহরের কথা বলার সময় “মদীনা” শব্দটি বহুবার ব্যবহার করেছেন। কিন্তু কুরআন কারিমে মাত্র একবার ‘ইয়াসরিব’ শব্দটি ব্যবহার করেছেন। শুধুমাত্র সূরা আহযাবে, ব্যস! কুরআনের অন্য কোথাও ‘ইয়াসরিব’ শব্দটি ব্যবহার করা হয়নি। দুটোই কিন্তু মদীনারই নাম। তর্কের খাতিরে ধরে নেয়া যেতে পারে- দুটো তো একই জিনিস, তাই না? তাহলে আমি কেন ইয়াসরিব শব্দটি বদলে মদিনা লিখতে পারি না? অথবা মদীনার না বলে ইয়াসরিব বলি না? তোমরা বারবার বল, কুরআনের শব্দচয়ন পুরোপুরি পারফেক্ট। তোমরা তো জানই ইয়াসরিব আর মদিনা দুটো একই জিনিস। তাহলে কেন ইয়াসরিবের বদলে মদিনা কিংবা মদিনার বদলে ইয়াসরিব ব্যবহার করা যাবে না? কতোটুকুই আর হেরফের হবে তাতে? এই সামান্য পরিবর্তনে কি আসে যায়? এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের ইতিহাসের দিকে একটু তাকাতে হবে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদীনায় আসার আগে মদিনার নাম কী ছিল? -ইয়াসরিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসার পর তাকে যখন সবাই একবাক্যে নেতা বলে ঘোষণা দিলো তখন শহরটার নাম হলো- “মদীনাতুন্নবী” বা ‘নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর শহর’। সংক্ষেপে ‘শহর’। তাহলে মদীনা শব্দটি কিসের সংক্ষিপ্ত রূপ? নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর শহর শব্দটির। আর আসল নাম “ইয়াসরিব”। আরো সহজ ভাষায় আমরা এভাবেও বলতে পারি- রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসার আগে শহরটির নাম ছিল ইয়াসরিব। তিনি আসার পর এর নাম হলো মদীনা।
বইয়ের নাম | মদিনার ফজিলত |
---|---|
লেখক | নাজমুল বিন নিজাম কাসেমী |
প্রকাশনী | রাহে জান্নাত কুতুবখানা |
সংস্করণ | |
পৃষ্ঠা সংখ্যা | |
ভাষা |